বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এল ফিফা

বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এল ফিফা

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

Dec 13, 2022

Subhasish Hazra

আরবি ভাষায় যার অর্থ যাত্রা। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য এবার ‘আল হিলম’ বলে খেলা হবে। আরবিতে এই বলের অর্থ স্বপ্ন

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

দুই বলের মধ্যে বস্তুগত কোনও পার্থক্যই নেই। প্রযুক্তি থেকে বলের ডিজাইন, আকার- সব একই। তবে নতুন বলে ব্যবহৃত হচ্ছে কাতারি পতাকার রং

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

রাজধানী দোহা সংলগ্ন মরু এলাকার সূক্ষ্ম ইঙ্গিত তুলে ধরা হয়েছে নতুন ‘আল হিলম’ বলে

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

আইএমইউ সেন্সরের মাধ্যমে বলের তথ্য মজুত করার ‘কানেক্টেড বল টেকনলজি’ এবার বিশ্বকাপে ব্যবহার করছে প্রস্তুতকারক আডিডাস সংস্থা

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে আল রিহলা বল ব্যবহার করা হচ্ছিল, তা ইতিমধ্যেই সমালোচনায় দীর্ণ

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

ফুটবলারদের অভিযোগ বল এতটাই হালকা যে ফ্রিকিক থেকে গোলে বল রাখতে সমস্যা হচ্ছে

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস

বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এল ফিফা

ছবি সৌজন্যে: টুইটার, আডিডাস