চোট সারিয়ে ফিরে শুক্রবারই লুজানেতে মরশুমের দ্বিতীয় খেতাব জিতেছেন নীরজ চোপড়া।

Jul 03, 2023

Chinmoy Bhattacharya

ডিসক্লেইমার : এই স্টোরি একটি অটোজেনারেটেড প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। এই স্টোরিটি - প্রথমে www.indianexpress.com-এ প্রকাশিত হয়েছিল

অভিনব বিন্দ্রার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত বিভাগে সোনা জয়ের কৃতিত্ব আছে নীরজ চোপড়ার দখলে।

টোকিও অলিম্পিকে তিনি ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন।

এবছরটাও ভালোই যাচ্ছে নীরজের, শুরুটা সোনা দিয়েই করেছেন।

দোহা ডায়মন্ড লিগে প্রথম চেষ্টাতেই ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

শুক্রবার লুজানে ডায়মন্ড লিগেও ফের একবার সোনা জিতলেন।

লুজানেতে ৮৭.৬৬ মিটার জ্যাভলিন থ্রোয়ের দৌলতে নীরজ সোনা জিতেছেন।