নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হল ৭ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হল ৭ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ
Aug 06, 2023
Chinmoy Bhattacharya
নেতাজি ইন্ডোরে 'ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ-এর আয়োজনে বসল চাঁদের হাঁট
নেতাজি ইন্ডোরে 'ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ-এর আয়োজনে বসল চাঁদের হাঁট
মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান, ইরান, সৌদি আরব এবং ভারত মিলিয়ে ৬০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল
মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান, ইরান, সৌদি আরব এবং ভারত মিলিয়ে ৬০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল
প্রতিযোগিতার প্রথম দিনেই ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরিতে খেলা হয়
প্রতিযোগিতার প্রথম দিনেই ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরিতে খেলা হয়
দ্বিতীয় দিনে সাবজুনিয়র ক্যাটাগরিতেে ৫ থেকে ১৩ বছর বয়সিরা প্রতিদ্বন্দ্বিতা করে
দ্বিতীয় দিনে সাবজুনিয়র ক্যাটাগরিতেে ৫ থেকে ১৩ বছর বয়সিরা প্রতিদ্বন্দ্বিতা করে
মন্ত্রী অরূপ রায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, চিনের কনসাল জেনারেল লা ঝিউ উপস্থিত ছিলেন ইভেন্টে
মন্ত্রী অরূপ রায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, চিনের কনসাল জেনারেল লা ঝিউ উপস্থিত ছিলেন ইভেন্টে
এছাড়াও টেকনো ইন্ডিয়া গ্রুপের পরিচালক মানসী রায় চৌধুরী
অলিম্পিকের স্বর্ণ পদকজয়ী আলাসিরি মোহাম্মদ আয়েদ উপস্থিত ছিলেন
এছাড়াও টেকনো ইন্ডিয়া গ্রুপের পরিচালক মানসী রায় চৌধুরী অলিম্পিকের স্বর্ণ পদকজয়ী আলাসিরি মোহাম্মদ আয়েদ উপস্থিত ছিলেন
৮ম ড্যান জাপান ক্যারাটে ফেডারেশন (WFF ওয়াডোকাই টেকনিকাল কমিটির) চেয়ারম্যান সেনশেই কোইচি শিমুড়া, সেনশেই ইয়োশিউকি তানি, সৌদি আরবিয়া কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলি মেসফার আলজারানিকেও দেখা গিয়েছে ইভেন্টে
৮ম ড্যান জাপান ক্যারাটে ফেডারেশন (WFF ওয়াডোকাই টেকনিকাল কমিটির) চেয়ারম্যান সেনশেই কোইচি শ
িমুড়া, সেনশেই ইয়োশিউকি তানি, সৌদি আরবিয়া কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলি মেসফার আলজারানিকেও দেখা গিয়েছে ইভেন্টে