সাদা বলের ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলিং স্পেলের নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের মার্ক উড (গড় গতি ১৪৯.০২ কিমি/ ৯২.৬ মাইল)

ছবি সৌজন্যে টুইটার

Nov 04, 2022

Subhasish Hazra

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে গ্লেন ফিলিপসকে করা বলের গতি ছিল ১৫৪.৭৪ কিমি/প্রতি ঘন্টা

ছবি সৌজন্যে টুইটার

আফগানিস্তান ম্যাচে হজরতুল্লাহ জাজাইকে মার্ক উডের করা আগুনে বলের গতি ছিল ১৫৪.৪৮ কিমি/প্রতি ঘন্টা

ছবি সৌজন্যে টুইটার

আফগান ম্যাচেই রহমানউল্লাকে ব্যাক অফ দ্য লেংথে মার্ক উড করে যান ১৫৪ কিমি গতিতে বল

ছবি সৌজন্যে টুইটার

নাজিবুল্লা জাদরান ফেস করেন ১৫৪.০৭ কিমি গতির বল

ছবি সৌজন্যে টুইটার

কেন উইলিয়ামসনকে অবশ্য গতিতে (১৫৩.৩১কিমি/ঘন্টা) পরাস্ত করতে পারেননি মার্ক উড

ছবি সৌজন্যে টুইটার

আয়ারল্যান্ড ম্যাচে হ্যারি ট্যাক্টর ফেস করেন মার্ক উডের ১৫২.৯০ কিমি গতির আগুন

ছবি সৌজন্যে টুইটার

উডের ১৫২.১৫ কিমি গতির বলে মার্ক এডিয়ার পয়েন্টের ওপর দিয়ে লব করে দেন

ছবি সৌজন্যে টুইটার