বিশ্বকাপের আগে যোগ্যতাঅর্জনকারী পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছে নামিবিয়া
ছবি সৌজন্যে: টুইটার
Oct 17, 2022
Chinmoy Bhattacharya
নামিবিয়ার ক্রিকেট পরিকাঠামো সীমিত। গোটা দেশে মাত্র নয়টা স্টেডিয়াম
ছবি সৌজন্যে: টুইটার
ফুটবলই বেশি জনপ্রিয়। তবে দক্ষিণ আফ্রিকার প্রভাবে দেশে ক্রিকেট জনপ্রিয়তা অর্জন করে খুব তাড়াতাড়ি
ছবি সৌজন্যে: টুইটার
দক্ষিণ আফ্রিকার কোচ থেকে ক্রিকেটারদের এক্সোডাসে উপকৃত হয়েছে নামিবিয়ান ক্রিকেট
ছবি সৌজন্যে: টুইটার
পিয়ের দে ব্রুইন, মর্নি মর্কেলের, এলবি মর্কেলের মত সুপ্রসিদ্ধ তারকাদের কোচিংয়ে উন্নতি হয়েছে নামিবিয়ার
ছবি সৌজন্যে: টুইটার
বর্তমান নামিবিয়ান জাতীয় দলে একাধিক প্রোটিয়াজ তারকা রয়েছেন- ফ্রাইলিঙ্ক, জান নিকোল লফটি ইটন, ইরাসমাস, স্মিট
ছবি সৌজন্যে: টুইটার
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তারকা ডেভিড ওয়াইজের নামিবিয়ায় যোগ দেওয়ায় ক্রিকেট দল পেশাদারি রূপ নেয়
ছবি সৌজন্যে: টুইটার
চলতি বিশ্বকাপে আমিরশাহি অথবা নেদারল্যান্ডের মত কোনও দলকে হারালেই সুপার-১২ পর্বে পৌঁছে যাবে নামিবিয়া
ছবি সৌজন্যে: টুইটার