Advertisment

BSNL 130 Days Recharge Plan: BSNL-এর ১৩০ দিনের সস্তা প্ল্যান আলোড়ণ ফেলেছে, অবাক চোখে তাকিয়ে Jio-Airtel

BSNL 130 Days Recharge Plan: বিএসএনএল নেটওয়ার্কে গত সে প্টেম্বরে প্রায় ৯ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। সস্তা রিচার্জ প্ল্যানের কারণে বেসরকারি টেলিকম সংস্থা Airtel এবং Jio-এর টেনশন বাড়িয়েছে সরকারি এই টেলিকম সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
bsnl cheapest recharge plan with 130 days validity

BSNLসম্প্রতি তার পোর্টফোলিওতে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।


BSNL 130 Days Recharge Plan: BSNL-এর ১৩০ দিনের সস্তা প্ল্যান আলোড়ণ সৃষ্টি করেছে, অবাক চোখে তাকিয়ে Jio-Airtel । 
 
বিএসএনএল নেটওয়ার্কে গত সে প্টেম্বরে প্রায় ৯ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। সস্তা  রিচার্জ প্ল্যানের কারণে বেসরকারি টেলিকম সংস্থা Airtel এবং Jio-এর টেনশন বাড়িয়েছে সরকারি এই টেলিকম সংস্থা। এই দুই কোম্পানিই গত তিন মাসে লক্ষ লক্ষ ব্যবহারকারীকে  হারিয়েছে। সম্প্রতি BSNL নিয়ে এসেছে ১৩০ দিনের বৈধতা সহ আরও একটি দুর্দান্ত প্ল্যান। যা ফের Jio-Airtel-এর রক্তচাপ বাড়িয়েছে। 

Advertisment

BSNLসম্প্রতি তার পোর্টফোলিওতে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সস্তার রিচার্জের কারণে গত তিন মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেডের ব্যবহারকারীর সংখ্যা দ্রুত হারে বেড়েছে। কোম্পানির এখন ৯ কোটিরও বেশি  মোবাইল ব্যবহারকারী রয়েছে। BSNL-এর তালিকায় দীর্ঘ মেয়াদ সহ অনেকগুলি রিচার্জ প্ল্যান রয়েছে, যার মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানটি ১৩০ দিনের বৈধতার সঙ্গে উপলব্ধ। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে SMS এর মতো সুবিধা মিলবে বলেই জানিয়েছে সংস্থা ৷ BSNL তার সস্তা প্ল্যানের মাধ্যমে Jio এবং Airtel-এর জন্য টেনশন বাড়িয়েছে।

2K ডিসপ্লে, 6,000 mAh ব্যাটারি, পাওয়ারফুল পারফরম্যান্স..! ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পান ৫ বছরের সিকিউরিটি আপডেট

BSNL-এর ১৩০ দিনের প্ল্যান  
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তা রিচার্জ প্ল্যানটির দাম ৬৯৯টাকা।  যার জন্য ব্যবহারকারীদের প্রতিদিন প্রায় ৫ টাকা খরচ  করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১৩০ দিনের বৈধতা পাবেন। প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে কথা বললে, ব্যবহারকারীরা ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ফ্রি কলিংয়ের সুবিধা পান। এছাড়াও, ব্যবহারকারীদের সারা দেশে বিনামূল্যে ন্যাশানাল রোমিংয়ের সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন 0.5GB হাই স্পিড ডেটার সুবিধা পান। এইভাবে ব্যবহারকারীরা মোট 65GB ডেটা পাবেন। এছাড়া প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধাও দেওয়া হয়। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ব্যবহারকারীরা 40Kbps গতিতে সীমাহীন ইন্টারনেট অ্যাকসেস করতে পারেন। 

Jio এবং Airtel প্ল্যান
Jio-এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার বৈধতা ৯৮ দিন। এরজন্য ইউজারদের ৯৯৯ টাকা খরচ করতে হয়। এই প্ল্যানে, ব্যবহারকারীরা  আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিংয়ের পাশাপাশি প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। এছাড়াও, 5G স্মার্টফোন ব্যবহারকারীদের সীমাহীন 5G ডেটার সুবিধাও দেওয়া হয়।

স্পর্শ করলেই খুলে যাবে তালা, বাজারে এখন 'ম্যাজিক লকের' রমরমা

এয়ারটেলের একটি ৯০-দিনের রিচার্জ প্ল্যান  রয়েছে, যাতে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB হাইস্পীড ডেটা এবং 100টি বিনামূল্যে SMS এর সুবিধা পান৷ এই প্ল্যানে, ব্যবহারকারীদের সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং ইত্যাদি সুবিধা দেওয়া হয়। এর জন্য ইউজারদের দিতে হয় ৭৭৯টাকা। 

bsnl
Advertisment