Advertisment

Budget Air Purifiers: মারাত্মক বায়ুদূষণে শ্বাস নিন প্রাণভরে, যৎসামান্য দামে ঘরে আনুন এই অত্যাধুনিক গ্যাজেট

Budget Air Purifiers: বায়ুদূষণের জেরে নাজেহাল অবস্থা মানুষের। দীপাবলির পর থেকে মাত্রা ছাড়া বায়ু দূষণের কবলে দিল্লি। এর পাশাপাশি বায়ুদূষণের কবলে দেশের একাধিক বড় শহর।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air Purifier

দেখুন কম বাজেটের এয়ার পিউরিফায়ার-এর তালিকা

Budget Air Purifiers: বায়ুদূষণের জেরে নাজেহাল অবস্থা মানুষের। দীপাবলির পর থেকে মাত্রা ছাড়া বায়ু দূষণের কবলে দিল্লি। এর পাশাপাশি বায়ুদূষণের কবলে দেশের একাধিক বড় শহর। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ বাতসে শ্বাস নিতে এয়ার পিউরিফায়ারের একান্ত ভাবে জরুরি।  

Advertisment

আজকাল অনলাইন ই কমার্স সাইটগুলিকে কম দামে মিলছে নামী ব্র্যাণ্ডের এয়ার পিউরিফায়ার। আপনিও যদি একটি নতুন এয়ার পিউরিফায়ার কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে রইল বাজারের সেরা ৫ বাজেট ফ্রেন্ডলি এয়ার পিউরিফায়ার সম্পর্কে বিস্তারিত বিবরণ। যেগুলি আপনি ফ্লিপকার্ট অথবা অ্যামাজনের মত সাইটগুলি থেকে অনায়াসেই বাড়ির জন্য কিনতে পারবেন।  

কম বাজেটের এয়ার পিউরিফায়ার

KENT Aura Portable Room Air Purifier

Kent Aura পোর্টেবল রুম এয়ার পিউরিফায়ার আপনি Flipkart থেকে কিনতে পারবেন মাত্র সাড়ে ৬ হাজারের আকর্ষণীয় দামে। এই এয়ার পিউরিফায়ারটি ২৭০ স্কোয়ারফুট রুমের জন্য একেবারে উপযুক্ত৷

Eureka Forbes Air Purifier 150

ইউরেকা ফোর্বসের এই এয়ার পিউরিফায়ারটি আপনি Amazon থেকে মাত্র ৫ হাজার টাকার কমে কিনতে পারবেন। এই পিউরিফায়ারটি ৯৯.৯৭ শতাংশ ধুলো এবং কণা অপসারণের দাবি করে। এটি ২০০ স্কোয়ার ফিট ঘরে অনায়াসেই কাজ করতে পারে।  

BePURE B1 4 Stage HEPA Filtration

গ্রাহকরা এই এয়ার পিউরিফায়ারটি Flipkart থেকে মাত্র ৪,১৯৯ টাকায় কিনতে পারবেন। এই মডেলটিতে রয়েছে  রিমোট কন্ট্রোলের সুবিধা। এটি ৫০০ বর্গফুট পর্যন্ত ঘরে সুন্দরভাবে কাজ করতে পারে। HDFC ব্যাঙ্কের কার্ডে পেমেন্টে থাকছে অতিরিক্ত ছাড়।  

Qubo Smart Air Purifier for Home Q500

গ্রাহকরা Qubo-এর এই স্মার্ট এয়ার পিউরিফায়ারটি Amazon থেকে ৯,৮৮০ টাকায় কিনতে পারবেন। এটিও ৫০০ বর্গ ফুট রুমে অনায়াসেই কাজ করতে পারবে। 

Coway Airmega Aim Professional Air Purifier

গ্রাহকরা এই মডেলটি Amazon থেকে দশ হাজার টাকায় কিনতে পারবেন। কোম্পানির দাবি অনুযায়ী, এটি ৯৯.৯৯শতাংশ ভাইরাস এবং PM 0.1 কণাকে আটকে রাখতে সক্ষম। গ্রাহকরা এটিতে ডিজিটাল ডিসপ্লে্র সুবিধা পাবেন। পাশাপাশি পাবেন ৭ বছরের ওয়ারেন্টিও ।

এয়ার পিউরিফায়ার কেনার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত?

এয়ার পিউরিফায়ার কেনার সময় ঘরের আকার মাথায় রাখুন। আপনার ঘরের আকার অনুযায়ী এয়ার পিউরিফায়ার বেছে নিন। বাজারে বিভিন্ন প্রযুক্তির এয়ার পিউরিফায়ার এবং ফিল্টার পাওয়া যায়। একটি নতুন পিউরিফায়ার কেনার সময়, মনে রাখবেন যে সর্বাধিক ফিল্টার স্তর সহ  একটি এয়ার পিউরিফায়ার কিনুন।

Tech News
Advertisment