Vodafone Recharge Plan: ভোডার 'মাস্টার স্ট্রোক', সুনামি বেগে ইন্টারনেট, সীমাহীন কল, সেরা রিচার্জে 'বিরাট বিস্ফোরণ'

Vodafone 5G Service: জলের দরে এসে গেল ভোডাফোন আইডিয়ার ৫জি রিচার্জ প্ল্যান। এই মুহূর্তে মুম্বইবাসী এই প্ল্যানের সুবিধা পাচ্ছে। তবে আগামীতে গোটা দেশ এই প্ল্যানের সুবিধা পাবে।

Vodafone 5G Service: জলের দরে এসে গেল ভোডাফোন আইডিয়ার ৫জি রিচার্জ প্ল্যান। এই মুহূর্তে মুম্বইবাসী এই প্ল্যানের সুবিধা পাচ্ছে। তবে আগামীতে গোটা দেশ এই প্ল্যানের সুবিধা পাবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea 5G .

জলের দরে এসে গেল ভোডাফোন আইডিয়ার ৫জি রিচার্জ প্ল্যান

Best VI Recharge plan: ভোডাফোন আইডিয়া (ভিআই) অবশেষে ব্যবহারকারীদের জন্য নিয়ে এল সাশ্রয়ী মূল্যের ৫জি প্রিপেইড প্ল্যান। লক্ষ্য একটাই, সাশ্রয়ী মূল্যে হাই স্পিডের ইন্টারনেট পরিষেবা প্রদান করা। যদিও ভোডাফোন আইডিয়া (ভিআই)  বর্তমানে সারা দেশে তার 5G পরিষেবা সম্প্রসারণের জন্য কাজ করছে। বর্তমান প্ল্যানটি শুধুমাত্র মুম্বইবাসীদের জন্য চালু হয়েছে। গ্রাহকরা ২৯৯ টাকায় প্রতিদিন 1GB 5G ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ টি ফ্রি SMS-এর সুবিধা পাচ্ছেন। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ। 

Advertisment

ভোডাফোন আইডিয়া (ভিআই) নিশ্চিত করেছে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে দিল্লি, বিহার, কর্ণাটক এবং পঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু করবে। প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে, এই শহরগুলির ভিআই ব্যবহারকারীরা ২৯৯ টাকার এবং অন্যান্য ৫জি প্ল্যানের সুবিধা পাবেন।

উল্লেখ্য, এই প্ল্যানটি 5G আনলিমিটেড ডেটা প্রদান করে। তবে এই সুবিধা পাবে শুধুমাত্র মুম্বইয়ের ভোডাফোন আইডিয়া 5G নেটওয়ার্ক কভারেজ এলাকার মধ্যে থাকা ব্যবহারকারীরা। আর এলাকার বাইরে, ইন্টারনেট সংযোগ সরাসরি 4G নেটওয়ার্কে স্যুইচ করা হবে। ব্যবহারকারীরা যদি দৈনিক  1GB পর্যন্ত ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করেন তাহলে ইন্টারনেটের স্পিড  64Kbps-এ কমে যাবে।

এছাড়াও, ভোডাফোন আইডিয়া (ভিআই) দেশের ব্যবহারকারীদের জন্য নতুন প্রিপেইড এবং পোস্টপেইড 5G প্ল্যান চালু করবে বলে আশা করা হচ্ছে। তবে, কবে এই পরিষেবা চালু হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত ভোডাফোন আইডিয়া (ভিআই) কিছু নিশ্চিত করেনি। এয়ারটেল এবং রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য স্যাটেলাইট-ভিত্তিক সংযোগ আনতে এলন মাস্কের স্পেসএক্সের সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে। তবে বিষয়টি এখনও অনুমতি সাপেক্ষ। প্রতিটি টেলিকম সংস্থাই ব্যবহারকারীদের উন্নত পরিষেবা প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে এতদিন যেসব এলাকায় নেটওয়ার্ক পৌঁছায়নি। 

vodafone-idea vodafone recharge offer