বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন কড়া নজরে। ১০ জন সিআরপিএফ জওয়ান ও ২ ইডি আধিকারিক সবসময়ই রাজ্যের মন্ত্রীকে নজরে রেখেছেন। জানা গিয়েছে, অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালের মেইন বিল্ডিংয়ের দোতলায় সিসিইউতে ভর্তি আছেন। তাঁর শয্যাটি অন্যদের থেকে দূরে রাখা হয়েছে এবং ১০ জন সিআরপিএফ জওয়ান এবং দু'জন ইডি আধিকারিক পাহারা দিচ্ছেন। কারোর মন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি নেই।
রেশন দুর্নীতি মামলায় শুক্রবারই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। আগামী ৬ নভেম্বর পর্যন্ত বনমন্ত্রীকে থাকতে হবে ইডি হেফাজতে। আদালত কক্ষে এই নির্দেশ শুনেই জ্ঞান হারিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে বমি করেন। এরপরই তাঁকে চিকিৎসার জন্য বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর শারীরির পরিস্থিতি এখন স্থিতিশীল, তাঁকে, সেমি-সলিড ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ইডি ধরতেই অজ্ঞান বালু! ভর্তি নামী বেসরকারি হাসপাতালে, খরচ জোগাচ্ছে কে?
আদালত নির্দেশে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন জ্যোতিপ্রিয়। তবে এই সময়ের মধ্যে যেকটা দিন মন্ত্রী হাসপাতালে থাকবেন তা তাঁর হেফাজতের মেয়াদ থেকে বাদ দেওয়া হবে। আদালত আরও বলেছে যে, হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করবে এবং মন্ত্রীর আইনজীবী প্রতিদিন এক ঘণ্টা করে হাসপাতালে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন।
আরও পড়ুন- বালুর সব ‘কৃতকর্মের প্রমাণ’ মেরুন ডায়েরিতেই? পাতার ভাঁজেই লুকিয়ে সীমাহীন ‘জুয়াচুরি’?
শুক্রবার রাতে হাসপাতাল থেকে জারি করা একটি মেডিকেল বুলেটিনে বলা হয়েছে যে, মন্ত্রীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলার মন্ত্রী জ্যোতি প্রিয়া মল্লিককে (৬৬) শুক্রবার রাত ৭টা ০৫ নাগাদ মাল্টিস্পেশালিটি ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সেই সময় তাঁর মাথা ঘোরা, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা ছিল। রোগীর অবস্থা জরুরী ভিত্তিতে মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজি নিয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল মূল্যায়ন করেছেন। ওই দিনই মন্ত্রীর সিটি স্ক্যান, এমআরআই এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হয়েছে। বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন- Exclusive: শীর্ণকায় মুকুল রায়ের ছবি ভাইরাল, কেমন আছেন, কী করছেন? জানুন আসল তথ্য