Advertisment

Mt. Shikar Beh & Gupt Parbat: জোড়া শৃঙ্গ জয়ের লক্ষ্যে মরিয়া, দুঃসাহসিক অভিযানে সত্যরূপ-রুদ্রপ্রসাদরা!

'ভার্জিন পর্বতশৃঙ্গ' জয়ের লক্ষ্যে রুদ্রপ্রসাদ-সত্যরূপরা।

author-image
Subhamay Mandal
New Update
taja bengali khobor, khabar, rashifall, rasifal, bangla rashifal, horoscope, bangla horoscope, bengali horoscope, horoscope in bengali, bengali culture, bangla culture, sports, politics, west bengal politics, cricket, cricket news, updated cricket news, patrapatri, news from distric, news form jela, entertainment news, celebrity news,

'ভার্জিন পর্বতশৃঙ্গ' জয়ের লক্ষ্যে আগামী ৩০ মে ৩৪ দিনের দুর্গম সফরে বেরোচ্ছেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত সহ দলের ১০ সদস্য। অভিযানের গোটা দায়িত্বটাই তাঁদের কাঁধে। অভিযানের খরচ প্রায় ১৭ লক্ষ টাকা। (ছবি সৌজন্যে- চন্দন বিশ্বাস।)

অজানাকে জানা, অচেনাকে চেনা অথবা দুর্গমকে জয় করা বাঙালিদের কাছে যেন একটা নেশা। আর তাই বারে বারে বাঙালি ছুটে যায় সেই সব কিছুর সন্ধানে যা আজও তার ধরা-ছোঁয়ার বাইরে। বাঙালি এভারেস্ট জয় করেছে। কিন্তু পারেনি ৬২০০ মিটার উচ্চতম মাউন্ট শিকর বেহ এবং ৬১৫৯ মিটার গুপ্ত পর্বত জয় করতে। এবার সেই 'অজানা'কে জয় করতে মরিয়া বাঙালি এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদার এবং সত্যরূপ সিদ্ধান্তরা।

Advertisment

বরাবরই প্রাণের ঝুঁকি নিয়ে দুর্গম অভিযানে সামিল থেকেছেন এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদার সত্যরূপ সিদ্ধান্ত। বারেবারেই অজানাকে জানার, রহস্যকে ভেদ করার মরিয়া লক্ষ্যে বেরিয়ে পড়েছেন তাঁরা। ফের একবার রহস্যকে ভেদ করতে মরিয়া 'সোনারপুর আরোহী'। দলের ৮ জন সদস্যকে নিয়ে 'ভার্জিন পর্বতশৃঙ্গ' জয়ের লক্ষ্যে আগামী ৩০ মে ৩৪ দিনের দুর্গম সফরে বেরোচ্ছেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত সহ দলের ১০ সদস্য। অভিযানের গোটা দায়িত্বটাই তাঁদের কাঁধে। অভিযানের খরচ প্রায় ১৭ লক্ষ টাকা।

এবারে তাঁদের লক্ষ্য দুর্গম মাউন্ট শিকর বেহ যেটির উচ্চতা প্রায় ৬২০০ মিটার। অন্যটি গুপ্ত পর্বত যার উচ্চতা ৬১৫৯ মিটার। ১৯১২ সালে এভারেস্ট জয়ী সিজি ব্রুস মাউন্ট শিকর বেহ-এ-এর কথা প্রথম সামনে আনেন। তবে গুপ্ত পর্বতে এখনও কোন পর্বত আরোহী অভিযানে যাননি। লে-মানালি জাতীয় সড়ক থেকে ৪ কিলোমিটার এবং অটলবিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যালায়েড স্পোর্টসের বেস ক্যাম্পের পাশেই অবস্থিত এই দু’টি পর্বত শৃঙ্গ।

রুদ্রপ্রদাসের নেতৃত্বে এই পর্বতারোহী দলে রয়েছেন সত্যরূপ সিদ্ধান্ত, চয়ন চট্টোপাধ্যায়, দেবাশিস মজুমদার, তুহিন ভট্টাচার্য, নৈতিক নস্কর, ডাঃ উদ্দীপন হালদার, দীপাশ্রী পাল ও নন্দিশ কালিমানি। আগামী ৩০ মে তাঁরা রওনা হচ্ছেন তাঁরা।

গুপ্ত পর্বত, 'মাউন্ট গুপ্ত' নামে পরিচিত। মানুষের দৃষ্টিকোণের আড়ালেই রয়ে গিয়েছে অতিদুর্গম এই পর্বতশৃঙ্গ। এর কোন ছবি কখনও তোলা সম্ভব হয়নি। অভিযান প্রসঙ্গে রুদ্রপ্রসাদ হালদার বলেন, “আমাদের অভিযান এবার এক সম্পূর্ণ নতুন পথের মধ্য দিয়ে। যেখানে আজ পর্যন্ত কোন মানুষের পদচিহ্ন পড়েনি। আমাদের সামনে এবার চ্যালেঞ্জটাও অনেকটা বেশি। অভিযানটি ৩০ মে শুরু হওয়ার কথা রয়েছে। ৩৪ দিন ধরে চলবে এই অভিযান"।

যদিও মাউন্ট শিকর বেহকে জয় করার জন্য এর আগে সাত বার চেষ্টা হলেও কোনবারই তা সফল হয়নি। সোনারপুর আরোহীর ব্যানারে এই অভিযানের নেতৃত্ব দেবেন রুদ্র প্রসাদ হালদার এবং সত্যরূপ সিদ্ধান্ত। শিকর বেহ' র ‘প্রমিন্যান্সি’ প্রায় ২২২৩ মিটার। দেশের মধ্যে নবম।

westbengal mountain
Advertisment