Central Force in Lok Sabha Poll 2024: এখনও আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Poll 2024) নির্ঘণ্ট ঘোষণা হয়নি। সম্ভবত তার আগেই রাজ্যে এসে যাচ্ছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ১ মার্চই রাজ্যে ঢুকে পড়ছে ১০০ কোম্পানি আধাসেনা। দ্বিতীয় দফায় আগামী ৭ মার্চ আরও কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়।
উল্লেখ্য, আর মাত্র কিছুদিনের মধ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু। ইতিমধ্যেই রাজ্যওয়াড়ি ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। পশ্চিমবঙ্গের (West Bengal) জন্যই সবচেয়ে বেশি আধাসেনা চেয়েছে কমিশন। শুধু বাংলার জন্যই ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চেয়ে অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে কমিশন।
লোকসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের পরেই সবচেয়ে বেশি আধাসেনা মোতায়েন থাকবে উপদ্রুত জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। এদিকে, আগামী ৩ মার্চ রাজ্যে আসার কথা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাঁরা গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন বলে জানা গিয়েছে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পৌঁছে যাচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ৭ মার্চ রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।
আরও পড়ুন- Dam Damage: ক্রমেই ক্ষতি বাঁধের, মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা! কলকাতার দোরগোড়া পর্যন্ত বন্যা-শঙ্কা!
আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি ভোটের তোড়জোড়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ের সন্দেশখালির (Sandeshkhali) আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ সরগরম।
আরও পড়ুন- Silk Nursery Centre: কম সময়ে দ্রুত রোজগারে দুরন্ত উদ্যোগ! অভূতপূর্ব তৎপরতা দিশা দেখাচ্ছে বেকারদের
ফি দিন রাজ্যে আসছে কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল। এছাড়াও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও সন্দেশখালি পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team) পাঠানো হচ্ছে। যদিও এসবের পিছনে রাজনীতি রয়েছে বলে অভিযোগ শাসকদল তৃণমূলের (TMC)।
লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই সন্দেশখালির ইস্যুকে ঢাল করে ময়দানে নেমেছে BJP, এমনই অভিযোগ তৃণমূলের। বিরোধী বামেদের বিরুদ্ধেও এই একই অভিযোগে ফুঁসছে জোড়াফুল শিবির। এবারের লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে তৃণমূলের ক্ষেত্রে সন্দেশখালির ইস্যুটি রাজনৈতিক দিক দিয়েও অস্বস্তির একটি বড় কারণ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
আরও পড়ুন- Digha: এবার দিঘায় রাম মন্দির? অভূতপূর্ব তৎপরতার তুমুল চর্চা!
দ্বীপাঞ্চলের একদা বেতাজ বাদশা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারির দাবিতে সুর এখনও সপ্তমে তুলে রেখেছেন সেখানকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহেই এবার বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারও আগে রাজ্যে পৌঁছে যাচ্ছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।