Sealdah Division: বিনা টিকিটের যাত্রীদের ধরতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১৩ জুন ২০২৪ থেকে ২২ জুন, ২০২৪ পর্যন্ত একটি বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালায় রেল। বিভিন্ন স্টেশনে এই অভিযান চালিয়েছেন টিকিট পরীক্ষক ও নিরাপত্তা কর্মীরা। টানা কয়েকদিনের এই অভিযানে হাজার-হাজার বিনা টিকিটের যাত্রী ধরেছে রেল। তাঁদের থেকে জরিমানা বাবদ মোটা টাকা আদায় করেছে রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিশেষ এই অভিযানে মোট ৭ হাজার ৬৮০ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করা হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবাদ এই কয়েকদিনে রেল ২৪ লক্ষ ৬০ হাজার ৫৬০ টাকা আদায় করেছে।
জরিমানা ছাড়াও, বেআইনিভাবে ট্রেনে সামগ্রী তোলার অভিযোগেও কয়েক হাজার যাত্রীকে জরিমানা করেছে রেল। এক্ষেত্রে মোট ৩ হাজার ২৬১ জনকে জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে জরিমামান বাবদ যাত্রীদের কাছ থেকে রেল ৫ লক্ষ ৬৬ হাজার ৩৪০ টাকা আদায় করেছে।
সামগ্রিকভাবে, টিকিট চেকিং ড্রাইভের ফলে মোট ১০ হাজার ৪৯১ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। মোট জরিমানা বাবদ ৩০ লক্ষ ৩১ হাজার ৮০ টাকা আদায় করেছে রেল। রেল জানিয়েছে, এই জরিমানা থেকে উত্পন্ন উল্লেখযোগ্য রাজস্ব বিভাগের সংস্থানগুলিতে অবদান রাখবে এবং যাত্রী পরিষেবা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহায়তা করবে।
তবে ১৬টি ক্ষেত্রে গুরুত্ব সহকারে অপরাধ খতিয়ে দেখা হবে। এব্যাপারে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে রেল। বিশেষ এই টিকিট চেকিং ড্রাইভটি বেছে বেছে কয়েকটি স্টেশনে চালানো হয়েছিল। যেমন, রানাঘাট (RHA), দম দম জংশন (DDJ), বালিগঞ্জ জংশন (BBT), দম দম ক্যান্টনমেন্ট (DDC), শান্তিপুর (SPR), শিয়ালদহ (SDAH), ব্যারাকপুর (BP) ), বারাসত জংশন (BRP), এবং নৈহাটি জংশন (NHBNJ)।
আরও পড়ুন- Mango: আম কিনতে ঠকার দিন শেষ! বাম্পার কায়দায় চিনুন ফলের জাত, এলাকা, চাষীর পরিচয়
এছাড়াও যাদবপুরে (জেডিপি) একটি ম্যাজিস্ট্রিয়াল চেক পরিচালিত হয়েছিল, যা টিকিটিং আইনের কঠোর প্রয়োগের জন্য বিভাগের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে। শিয়ালদহ ডিভিশনে টিকিটবিহীন যাত্রীদের রুখতে এবং সমস্ত যাত্রীদের টিকিটিং নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই ধরেনর অভিযান চালিয়েছে রেল।