লোকসভা নির্বাচন শেষ, কাজেই নির্বাচন কমিশনের প্রশাসনিক নির্দেশের মেয়াদও শেষ। তাই ফের একবার রদবদলের ঢল নামল কলকাতা এবং রাজ্য পুলিশের অন্দরে। নগরপাল রাজেশ কুমারের বদলে অনুজ শর্মা তো অধিষ্ঠিত হয়ে গিয়েছিলেন আগেই, এবার বিভিন্ন রাজ্য পুলিশ কমিশনারেটেও ঘটল পরিবর্তন, কিছু ক্ষেত্রে প্রত্যাবর্তন। প্রধান চমক অবশ্যই বিধাননগর পুলিশের কমিশনারের পদে বসতে না বসতে নিশাত পারভেজের অপসারণ। যেমন ডিআইজি সিআইডি (অপারেশনস) ছিলেন, তেমনই রইলেন, বিধাননগরের নতুন পুলিশ কমিশনার নিযুক্ত হলেন ২০০২ ব্যাচের আইপিএস অফিসার ডাঃ ভরতলাল মীনা।
রদবদলের অর্ডার
আদালতের নির্দেশ মেনে হাওড়ার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হলো ১৯৯৯ ব্যাচের আইপিএস বিশাল গর্গকে। সম্প্রতি হাওড়া কোর্ট চত্বরে পুলিশ বনাম উকিল খণ্ডযুদ্ধের জেরেই এই পদক্ষেপ। বিশালের জায়গায় নিজের পুরনো পদে ফেরত এলেন তন্ময় রায়চৌধুরি। উল্লেখ্য, এবছরের ফেব্রুয়ারি মাসেই কমিশনার নিযুক্ত হয়েছিলেন বিশাল।
এদিকে কলকাতা ট্র্যাফিক পুলিশের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন মিতেশ জৈন। তাঁর পরিবর্তে এলেন মুরলীধর শর্মা, যিনি এতদিন স্পেশাল টাস্ক ফোর্সের ডেপুটি কমিশনারের দায়িত্বে ছিলেন। এসটিএফ-এর নতুন যুগ্ম কমিশনার হয়ে এলেন বর্তমান ডিসি সেন্ট্রাল শুভঙ্কর সিনহা সরকার।