বুধবারই দেশে সর্বকালীন রেকর্ড করেছে দৈনিক সংক্রমণ। একলাফে তিন লক্ষ ছুঁয়েছে দৈনিক সংক্রমণ। এবার বাংলাতেও সর্বকালীন রেকর্ড হল দৈনিক সংক্রমণে। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে সংক্রমিত হয়েছেন প্রায় ১১ হাজার। মৃত্যুর সংখ্যাতেও এদিন রেকর্ড। সবমিলিয়ে বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটের আগে ভয়াবহ পরিস্থিতি বাংলায়।
বুধবার স্বাস্থ্য দফরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। এর ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। বাংলায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমিত হয়েছে কলকাতায়। সংখ্যাটা ২ হাজার ৫৬৮। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২ হাজার ১৪৯।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন বাংলায় ৫ হাজার ৬১৬ জন। ফলে সুস্থতার হার কমে দাঁড়াল ৮৯.২৩ শতাংশ। মঙ্গলবার সুস্থতার শতকরা হার ছিল ৮৯.৮২ শতাংশ। ইতিমধ্যে রাজ্যে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১৪ হাজার ৭৫০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলায় ১৪ জন মারা গিয়েছেন। তারপরেই কলকাতায় মারা গিয়েছেন ১৩ জন। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭১০।