ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে নিরাপত্তা আরও নিশ্চিত করতে সচেষ্ট নির্বাচন কমিশন। আগামিকালই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীতে থাকছে আধা সেনা বা সিআরপিএফ, সিআইএসএফ ও বিএসএফ। এছাড়াও এসএসবি, আইটিবিপি–র জওয়ানরাও থাকতে পারেন।
ভোটের দামামা বাজতেই বাংলায় হিংসার ঘটনা বেড়েছে। রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ বিরোধীদের। সেই প্রেক্ষিতেই হিংসাংমুক্ত বিধানসভা নির্বাচন করাতে উদ্যোগী কমিশন। তাই ভোটের দিন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে টহলদারির কাজ করবে বলে কমিশন সূত্রে খবর।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে ঘুরে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সেই সময়ই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, বাংলায় ভোটে নিয়ম মেনেই বাহিনী মোতায়েন করা হবে। ধাপে ধাপে সেই সংখ্যা বৃদ্ধি করা হবে। ভোটের সময় কত বাহিনী মিলবে, তার উপর রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের বিষয়টি নির্ভর করছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি চলতি বছরেই বিধানসভা ভোট হবে আসামেও। ফলে আপাতত পূর্বাঞ্চলের এই দুই রাজ্যেই কত কেন্দ্রীয় বাহিনী মোতায়ের হচ্ছে তাতে নজর থাকছে সবার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন