বকেয়া ডিএ-সহ মোট ৭ দফা দাবিতে এবার বিধানসভা অভিযানে শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী ও পেনশনার্সরা। ১২ জুলাই কমিটির ডাকে শহর কলকাতার রাজপথে মহামিছিল। বিধানসভা অভিযানের পাশাপাশি এদিন আন্দোলনকারীদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেবে বলে স্থির রয়েছে।
Advertisment
গত বুধবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। তবে ডিএ বৃদ্ধির এই ঘোষণায় একেবারেই খুশি নন সরকার কর্মচারীদের একটি বড় অংশ। কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটানা ২২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ।
অন্যদিকে, বকেয়া ডিএ-সহ এদিন মোট ৭ দফা দবিতে সরকারের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হয়েছেন শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী ও পেনশনার্সরা। ১২ জুলাই কমিটির ডাকে এদিন কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়। সেই মতো এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার চত্বরে বিশাল জমায়েত হয়। বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও এই প্রতিবাদ মিছিল আটকাতে আগেভাগে সবরকম প্রস্তুতি সেড়ে রেখেছে পুলিশ। কলকাতার রাজপথে গার্ডরেল দিয়ে মিছিল আটকানোর সবরকম তোড়জোড় সেরে রেখেছে পুলিশ।