scorecardresearch

বড় খবর

হকের DA চেয়ে পথে সরকারি কর্মীরা, বিধানসভা অভিযানে অচল হতে পারে শহর কলকাতা

১২ জুলাই কমিটির ডাকে বিধানসভা অভিযান।

12 july committee bidhansabha abhijan updates
১২ জুলাই কমিটির ডাকে বিধানসভা অভিযান। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

বকেয়া ডিএ-সহ মোট ৭ দফা দাবিতে এবার বিধানসভা অভিযানে শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী ও পেনশনার্সরা। ১২ জুলাই কমিটির ডাকে শহর কলকাতার রাজপথে মহামিছিল। বিধানসভা অভিযানের পাশাপাশি এদিন আন্দোলনকারীদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেবে বলে স্থির রয়েছে।

গত বুধবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। তবে ডিএ বৃদ্ধির এই ঘোষণায় একেবারেই খুশি নন সরকার কর্মচারীদের একটি বড় অংশ। কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটানা ২২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ।

পথে নেমে সোচ্চার সরকারি কর্মীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

আরও পড়ুন- DA বাড়িয়েও ক্ষোভে লাগাম পরল না, মমতা বললেন ‘আমি ম্যাজিসিয়ান নই’

বকেয়া ডিএ না মেটালে ইতিমধ্যেই অনির্দিষ্টকালীন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অবস্থান বিক্ষোভের পাশাপাশি চলছে অনশন আন্দোলনও। ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের একাংশের অনশন আন্দোলন আজ ৮ দিনে পড়েছে।

১২ জুলাই কমিটির ডাকে বিধানসভা অভিযান। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগ দুর্নীতি: গ্রেফতার বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল

অন্যদিকে, বকেয়া ডিএ-সহ এদিন মোট ৭ দফা দবিতে সরকারের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হয়েছেন শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী ও পেনশনার্সরা। ১২ জুলাই কমিটির ডাকে এদিন কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়। সেই মতো এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার চত্বরে বিশাল জমায়েত হয়। বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও এই প্রতিবাদ মিছিল আটকাতে আগেভাগে সবরকম প্রস্তুতি সেড়ে রেখেছে পুলিশ। কলকাতার রাজপথে গার্ডরেল দিয়ে মিছিল আটকানোর সবরকম তোড়জোড় সেরে রেখেছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: 12 july committee bidhansabha abhijan updates