সংক্রমণ বাড়লেও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে এখনও অনীহা।
বাংলায় ফের করোনা সংক্রমণের রমরমা। মঙ্গলবার এ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৯৫৪। আর তার ২৪ ঘন্টার মধ্যে সেই সংখ্যা হাজার পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২৪। হুহু করে বেড়ে পজিটিভি রেট হয়েছে ১২.৭৪ শতাংশ।
Advertisment
এ পর্যন্ত বাংলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ২০,২৭,৯০১ জন। একদিনে করোনাজয়ীর সংখ্যা ২৯৬ জন। করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে উঠেছেন ২০,০০,৭৯৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।
Advertisment
গত ২৪ ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ২১,২১৮ জন। শতাংশের বিচারে যা ১.০৫ শতাংশ।
রাজ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। এরপরই রয়েছে রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৩৮৮ জন), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৮৭ জন)।
বঙ্গে বুধবার করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ১১,১৭৬। মোট নমুনা পরীক্ষার হার ২,৫৫,৪৫,৩৯৬টি। করোনাটিকা দেওয়া হয়েছে ১,৪০,৯৮৬ ডোজ। বুস্টার ডোজের সংখ্যা ৩৬,৯১,৩৩১।