Advertisment

নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ, রবিবার হাওড়া থেকে বাতিল ১৬টি ট্রেন

শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত হাওড়া থেকে শেওড়াফুলি-তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
rail roko at barrackpore

প্রতীকি ছবি।

টানা ১৪ ঘণ্টা হাওড়া থেকে শেওড়াফুলি-তারকেশ্বর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অস্বস্তিতে পড়বেন এই শাখার নিত্যযাত্রীরা। রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত হাওড়া থেকে শেওড়াফুলি-তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

Advertisment

পূর্ব রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শেওড়াফুলি ও তারকেশ্বরের মাঝে রেললাইনে কাজ হবে। যার জেরে শেওড়াফুলি-দিয়ারার মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।ফলে বিঘ্নিত হবে ট্রেন চলাচল। শনিবার রাতে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে ৯টা ৫ মিনিটে। ফের রবিবার তারকেশ্বর থেকে হাওড়ায় আসার প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে।

২৭ তারিখ হাওড়া থেকে তারকেশ্বরগামী ৩টি ইএমইউ, গোঘাট লোকাল বাতিল হয়েছে। ২৮ তারিখ হাওড়া থেকে ছাড়া ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। শেওড়াফুলি থেকে ২টি, তারকেশ্বরের ১৩টি, আরামবাগের তিনটি, গোঘাটের তিনটি, সিঙ্গুর ও হরিপালের ২টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে নিত্যযাত্রীদের সমস্যার সমাধানে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের।

সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া ইএমইউ চলবে। সাড়ে ৭টায় তারকেশ্বর থেকে ছাড়বে বিশেষ প্রথম ট্রেনটি। সিঙ্গুর পৌঁছবে ১০টায়। পরের ট্রেনটি সকাল ১০ টায় ছেড়ে সিঙ্গুরে ঢুকবে ১০টা ৪০ মিনিটে। এদিকে সিঙ্গুর থেকে বিশেষ ইএমইউ দু’টি ছাড়বে সাড়ে ৮টা ও বেলা ১১টা।

Howrah Tarakeswar Eastern Railway Local Train
Advertisment