scorecardresearch

আজ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, কামারপুকুরে ভক্তদের ঢল, বেলুড় মঠে বিশেষ পুজো

আজ শ্রীরামকৃষ্ণের ১৮৭তম জন্মতিথি। সকাল থেকেই ভক্তদের ঢল রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে।

187 th Sree Ramkrishna Deva Jayanti celebrates Kamarpukur, Belur Math
আজ শ্রীরামকৃষ্ণের ১৮৭তম জন্মতিথি।

আজ শ্রীরামকৃষ্ণের ১৮৭তম জন্মতিথি। সকাল থেকেই ভক্তদের ঢল রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। এদিন ভোর থেকে শুরু হয় বিশেষ পুজো-পাঠ। স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কোভিড বিধি মেনেই এদিন কামারপুকুরে যাবতীয় অনুষ্ঠানের আয়োজন। জানা গিয়েছে, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিনদিন ধরে কামারপুকুরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন রামকৃষ্ণদেবের জন্মতিথিতে বিশেষ পুজো-অর্চনার আয়োজন হয় বেলুড় মঠেও। শুক্রবার সকাল থেকেই বেলুড় মঠে দর্শনার্থীদের ভিড়। দূর-দূরান্ত থেকে এদিন বেলুড় মঠে এসেছেন ভক্তরা। মঠ চত্বরে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে বারবার সচেতন করা হচ্ছে ভক্তদের।

এদিন বেলুড় মঠে মঙ্গলারতি দিয়ে শুরু হয় বিশেষ পুজো। কোভিড-বিধি মেনে দর্শনার্থীদের মঠ চত্বরে ঢোকানো হয়। এদিন বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বিশেষ ভোগ রান্নার ব্যবস্থা হয়েছে। রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে শুক্রবার দিনভর বেলড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইনেও এদিন বেলুড় মঠের এই বিভিন্ন অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: 187 th sree ramkrishna deva jayanti celebrates kamarpukur belur math