পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেলাগাম হিংসা চলছে বাংলাজুড়ে। মনোনয়নপর্ব থেকে ইতিমধ্যেই শাসক-বিরোধী ১৫টি প্রাণ ঝরেছে। হিংসা, সংঘর্ষের আবহ। কিন্তু, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দাবি, 'অনেক ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়। আপনার কী সত্যিই মনে হয়, বাংলায় হিংসা হচ্ছে? বাংলায় ২-৩টি ঘটনা ঘটেছে, তাতে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।' শুধু তাই নয়, মালব্যর কথায়, 'হিংসার পরিসংখ্যান বেড়েছে নাকি কমেছে, নির্বাচনের পর সংবাদমাধ্যমকে জানাবো।' হিংসার খবর আসলে সংবাদ মাধ্যমের বাড়াবাড়ি বলেই দায় ঠেলেছেন পুলিশের এই বড়কর্তা।
কী বলেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য?
8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। প্রতিবেশী কয়েকটি রাজ্য থেকে বাহিনী চেয়েছে পুলিশ। মঙ্গলবার ঝাড়খণ্ড ও বিহারের পুলিশের ডিজি সঙ্গে বৈঠকে করেন মালব্য। তার পরই সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'দু-তিনটে ঘটনা ঘটেছে। যেখানে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। উপর থেকে নির্দেশও রয়েছে যে, কোনও এ ধরণের ঘটনা হলে তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এমন কোনও ঘটনা হয়নি, যা আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। পুলিশ নিজেদের কাজ করছে। রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।'
রাজ্যজুড়ে হিংসার ঘটনাকে সংবাদ মাধ্যমের অতিরিক্ত প্রচার বলে মনে করেন ডিজি। বলেছেন, 'অনেক ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়। আপনার কী সত্যিই মনে হয়, বাংলায় হিংসা হচ্ছে? ছোট ছোট ঘটনাকেও যদি মিডিয়া এমন দেখায় যে, বাংলায় এ রকম হচ্ছে, ও রকম হচ্ছে, এটা উচিত নয়।'
এরপরই তাঁর আশ্বাস, 'আপনাদের নিশ্চিত করে বলছি, নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে।'
পঞ্চায়েত ভোটে শুধু পুলিশি নিরাপত্তায় আস্থা রাখতে পারেনি আদালত। আদালতের গুঁতো খেয়েই শেষ পর্যন্ত কমিশনের আর্জিতে রাজ্যে ভোটের সুরক্ষায় থাকবে ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তার মাঝেই ডিজির '২-৩টি ঘটনা' মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। বিজেপি নেতা সজল ঘোষের কথায়, 'নিহতদের পরিবারের সঙ্গে যা ঘটেছে, তারপরও তিনি কীভাবে বলতে পারলেন এটা ছোট ঘটনা? পুলিশ সম্বন্ধে মানুষের কী ধারণা হবে? বোমা পড়েছে, আর পুলিশ বলছে কোথায় বোমা? আসলে ডিজি মুখ্যমন্ত্রীর কথাই বলছেন।' সিপিএমের সমীক লাহিড়ি বলেন, 'লোকের চামড়া মোটা হয়, কিন্তু বাংলার দুর্ভাগ্য যে পুলিশের ডিজ-র চোখের চামড়া মোটা। অত্যন্ত লজ্জার বিষয়।'