Sandeshkhali Arrest: সন্দেশখালি-কাণ্ডে এই প্রথম গ্রেফতারি। ন্যাজাট থানার জালে ইডির উপর হামলায় ২ অভিযুক্ত। সেদিনের হামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেফতারি। ঘটনার ৭ দিন পর মাত্র ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও অধরা সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহাজাহান।
উত্তর ২৪ পরগনায় সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির উপর হামলার ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মেহবুর মোল্লা এবং সুকোমল সরদার। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শেখ শাহাজাহানের (Seikh Shahjahan) বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি (ED) । শেখ শাহাজাহানের বাড়িতে ঢুকতেই তার কয়েকশো অনুগামী চড়াও হয় ইডির অফিসারদের উপর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডির এক আধিকারিকের। সেই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেছিল ইডি।
তদন্তে নেমে সেদিনের হামলার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে হামলার ৭ দিনের মাথায় এই প্রথম গ্রেফতারি। হামলার ফুটেজ দেখে ২ জনকে প্রথমে শনাক্ত করে পুলিশ। পরে ২ জনকেই গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত খোঁজ নেই তৃণমূল নেতা শেখ শাহাজাহানের। সন্দেশখালি-কাণ্ডে শাহাজাহান-সহ সব অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারই ন্যাজাট থানা অভিযান করেছিল বিজেপি।
আরও পড়ুন- Suvendu on ED Raid: ‘পুণ্য কাজে ভোর ভোর বেড়িয়েছে’, সুজিত-তাপসদের বাড়িতে ED হানা নিয়ে মন্তব্য শুভেন্দুর!
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ ছিল, শাহাজাহানের সঙ্গে যোগসাজশ রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর। দল পাশে থাকলে শাহাজাহান আত্মসমর্পমণ করবে বলেও দাবি ছিল সুকান্তর।
আরও পড়ুন- Shankar Adhya: মা-বউয়ের হাত ধরেই কি চাল-চুরির টাকা বিদেশে? ইডির জেরার মুখে শঙ্করের পরিবার
তারপরেই আজ মেলে প্রথম গ্রেফতারির খবর। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ২ অভিযুক্ত পুলিশের জালে। তবে শেখ শাহাজান এখনও অধরা। এই বিষয়টি নিয়েই রাজ্য প্রশাসনের সমালোচনা বিজেপির। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, "শাহাজান কোথায়। শাহাজাহান গ্রেফতার নয় কেন? শাহাজাহান তো সন্দেশখালিতেই আছে।"