Murshidabad News: সামশেরগঞ্জে ঘাঁটি গেড়ে এই কান্ড চালাত এরা, শেষমেষ গ্রেপ্তার

Samserganj: সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই দুরন্ত কায়দায় এই অভিযান চালিয়েছিল পুলিশ।

Samserganj: সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই দুরন্ত কায়দায় এই অভিযান চালিয়েছিল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Grammy winning rapper Lil Nas X was hospitalszed and arrested in LA

প্রতীকী ছবি।

ফের খবরের শিরোনামে উঠে এলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই মিলেছে সাফল্য। হাতেনাতে পাকড়াও দুই। ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারী পুলিশ অফিসারদের।

Advertisment

সামসেরগঞ্জে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা জালনোট সহ গ্রেপ্তার দুই যুবক। সোমবার সকালে সামসেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম আলামীন শেখ (২০) এবং মিস্টার শেখ(২১)। উভয়ের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়।

 ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া জালনোট গুলো সবকটিই ৫০০ টাকার নোট। মালদার দিক থেকে জালনোট গুলো সামসেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই যুবককে।

Advertisment

 সোমবার দুপুরে ধৃত দুই যুবককে সাতদিনের জন্য হেফাজতে চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। জালনোট গুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখার পাশাপাশি জালনোট কারবারের সঙ্গে কার কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

Arrested Fake Currency Murshidabad