Police Raid: সূত্রের খবরে হঠাৎ হানা, চাঞ্চল্যকর গ্রেফতারিতে শোরগোল শহরে!

Malda News: গোপন সূত্রে খবর পেয়ে এদিন অতর্কিতে অভিযান চালায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Malda News: গোপন সূত্রে খবর পেয়ে এদিন অতর্কিতে অভিযান চালায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Rajasthan murder case Kolkata arrest, Three accused arrested Kolkata, Fugitive criminal search, Phoolbagan police action, Cross-state criminal investigation, Kolkata police news, Rajasthan-Kolkata crime, Arrest of murder suspects, Fugitive apprehension India, Police operation Kolkata,রাজস্থানের খুন মামলার গ্রেপ্তার, কলকাতায় তিন অভিযুক্ত গ্রেপ্তার, একজন পলাতক, ফুলবাগান পুলিশ অভিযান, রাজস্থান-কলকাতা অপরাধ, পুলিশ তল্লাশি, খুনের মামলার আসামি, কলকাতা পুলিশ সংবাদ, ফাঁকি দেওয়া অপরাধী, ক্রস-স্টেট তদন্ত

প্রতীকী ছবি।

গোপন সূত্রে অভিযান চালিয়ে পুরাতন মালদা শহরের একটি হোটেল থেকে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতী-সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। শনিবার দুপুর বারোটা নাগাদ  পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গী মোড় এলাকার ওই হোটেলটিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ। 

Advertisment

 হোটেল রুমের একটি ঘরে দুই যুবতী এবং এক যুবককে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের হাতেনাতে ধরে পুলিশ । এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট এলাকার একটি হোটেলে বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে থাকেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই দুই যুবতীর বাড়ি শিলিগুড়িতে । এই ঘটনার সঙ্গে মঙ্গলবাড়ী এলাকার এক যুবক যুক্ত রয়েছে । আপাতত এই তিনজনকে আটক করা হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: SSC-র নয়া নিয়োগ পরীক্ষাতেও ঢুকে পড়তে পারেন 'দাগি'রা? প্রশ্ন এড়াল কমিশন!

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই হোটেলটিতে অচেনা মানুষদের ভিড় বার ছিল। রাতের অন্ধকারে ক্রমাগত বাইরে থেকে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলারা এসে ভিড় করছিল। এমনকি বেআইনিভাবে মদের ঠেকও চলছিল এই হোটেলটিতে। পুলিশ এদিন অভিযান চালিয়ে দুই যুবতী সহ মোট তিনজনকে আটক করে। এই ধরনের বেআইনি কারবার এলাকায় কোনোভাবেই চলতে দিবে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- Sheikh Shahjahan:জেলে বসেই শেখ শাহজাহানের বড়সড় 'অপকীর্তি' প্রকাশ্যে! খবর পেয়েই ময়দানে CBI

এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তির এই হোটেল কাম লজটি রয়েছে। সেখানে বিয়ের সহ বিভিন্ন অনুষ্ঠানের কাজ হয় । পাশাপাশি বিভিন্নভাবে এটি ঘর ভাড়াও দেওয়া হয়। কিন্তু তার আড়ালে সেখানে চলে রমরমিয়ে মধুচক্রের আসর চলছিল।

আরও পড়ুন-Tehatta Incident: নিখোঁজ শিশুর দেহ উদ্ধারে ক্ষোভের আগুন! সন্দেহেই স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারল জনতা

এরপরই পুলিশ এদিন অভিযান চালায়। যদিও আটক হওয়া ওই যুবক জানিয়েছে , এখানে যেসব যুগল আসে তাদের জন্য রান্না করে । তবে এখানে  ওরকম বেআইনি কাজ হয় না। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দেখা হচ্ছে।

Arrested Malda Bengali News Today