দুই চালক নাকি মত্ত অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন, চাঞ্চল্যকর এই অভিযোগে ট্রেন থেকে নাকি নামিয়ে দেওয়া হয় তাঁদের। পরে অন্য চালক দিয়ে চালানো হয় ট্রেনটি। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই চালককেই মেডিক্যাল টেষ্টের জন্য পাঠিয়ে দেন। হঠাৎ ঠিক কী কারণে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল দুই চালককে? তা নিয়ে বাড়ছে সন্দেহ।
মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। প্রায় দেড় ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে ছিল হাওড়া-জয়নগর প্যাসেঞ্জার ট্রেন। চালকরা মত্ত অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন, এমনই অভিযোগ সন্দেহ যাত্রীদের একাংশের। পরে দুই চালককে নামিয়ে অন্য একজন চালককে ট্রেনটি চালানোর দায়িত্ব দেওয়া হয়। এদিন সন্ধে ছ'টা নাগাদ রামপুরহাট স্টেশন থেকে জয়নগরের উদ্দেশে ছেড়ে যায় ডাউন হাওড়া- জয়নগর প্যাসেঞ্জার ট্রেনটি।
আরও পড়ুন- বুধেই ছুটি, খোশমেজাজে বুদ্ধবাবু! বাড়ি থেকেই কীভাবে চলবে চিকিৎসা?
জানা গিয়েছে, এদিন রামপুরহাট রেলগেটের পর সিগন্যাল পোষ্টও পেরিয়ে গিয়েছিল ট্রেনটি। তার পরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ পর ট্রেনটিকে রামপুরহাটের দিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়। তাতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রামপুরহাট স্টেশনের রেল আধিকারিকেরা ট্রেনের ইঞ্জিন রুমে যান।
আরও পড়ুন- বাম-কং-বিজেপির ‘মোক্ষম চাল’, সিংহভাগ আসন পকেটে পুরেও বোর্ড হাতছাড়া তৃণমূলের
দুই ট্রেন চালককে নামিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পরে অন্য চালক দিয়ে ট্রেনটিকে জয়নগরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনের যাত্রীদের একাংশের দাবি, ওই দুই চালক মত্ত অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন। তাতেই বিপত্তি ঘটে। যদিও রেলের তরফে যাত্রীদের এই অভিযোগ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। ওই দুই চালক মত্ত ছিলেন কিনা সেব্যাপারেও রেলের তরফে কিছু জানানো হয়নি।