/indian-express-bangla/media/media_files/2025/04/01/wrn7j2jXa8ENCUhYmtLa.jpg)
ওড়িশার পর ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের বরহেট দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ।
Jharkhand Train Accident: ওড়িশার পর ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের বরহেট দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।
মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু হয়েছে তিনজনের। নিহতদের মধ্যে দুজন লোকো পাইলটও রয়েছেন বলেই খবর। দুর্ঘটনায় পাঁচ রেল কর্মচারী এবং একজন সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। আহতদের সকলকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভোর সাড়ে ৩টার নাগাদ বরহেট এলাকার কাছে ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।
झारखंड
— Govind Pratap Singh | GPS (@govindprataps12) April 1, 2025
साहिबगंज में दो मालगाड़ी आपस में भिड़ गईं।
इस हादसे में 2 लोको पायलट की जान चली गई और 4 लोग घायल बताए जा रहे हैं।
तस्वीरें बता रही हैं कि हादसा भीषण था। pic.twitter.com/T3tBHWoKWj
প্রাথমিক তথ্য অনুসারে, বরহেট এমটি-তে একটি খালি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি দ্রুতগতির মালগাড়ি সেটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেল প্রশাসন এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। দুর্ঘটনার কারণে, এই রুটে ট্রেন চলাচল কয়েক ঘন্টার জন্য ব্যাহত হয়।
ঝাড়খণ্ডের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্তে উঠে আসবে ঠিক কী কারণে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে মনে কর হচ্ছে সিগন্যালিং ব্যবস্থার গাফিলতির কারণেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us