অশান্তি জারি বোর্ড গঠনেও। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেনজির সন্ত্রাস দেখেছে গোটা বাংলা। নির্বাচন ঘিরে সীমাহীন অশান্তির স্রোত বয়ে গিয়েছে জেলায়-জেলায়। ভোটকে কেন্দ্র করে খুন, সংঘর্ষ, বোমাবাজি, মারামারি ছিল দিন কয়েক আগে পর্যন্ত যেন ছিল জল-ভাত। ভোচের ফল ঘোষণার পরেও টানা ক'দিন অশান্তি চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
Advertisment
এবার পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হয়েছে দিকে-দিকে। তা ঘিরেও শুরু অশান্তি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূলেরই দুই গোষ্ঠী। বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতে তুমুল উত্তেজনা।
বোর্ড গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে বাধ্য হল পুলিশ। অথচ, এই পঞ্চায়েতে বিরোধীরা কার্যত শূন্য। মোট ১৬ আসনের পঞ্চায়েতে তৃণমূলের একার হাতেই রয়েছে ১৪টি আসন। ১টিতে জিতেছেন নির্দল প্রার্থী এবং একটি আসন গিয়েছে বিজেপির দখলে।
মঙ্গলবার বোর্ড গঠন গঠন প্রক্রিয়া শুরু হতেই বচসা, তর্কাতর্কি শুরু হয়ে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। প্রধান-উপ প্রধান নির্বাচন নিয়েই গন্ডগোল বাঁধে। স্থানীয় এক তৃণমূল কর্মী রানা চক্রবর্তীর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি ও বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদারের উপস্থিতিতে দলেরই এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। বিধায়ক দাঁড়িয়ে থেকে পুলিশকে দিয়ে অত্যাচার চালিয়েছেন বলেও অভিযোগ ওই তৃণমূলকর্মীর।