২০২৩-এর পঞ্চায়েত ভোট যেন ইতিহাস লিখল। নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল। শনিবার দিনভর ভোট পর্বে রক্তগঙ্গা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নির্বাচনকে কেন্দ্র করে দিকে-দিকে হিংসার বলি হতে হয়েছে শাসক-বিরোধী দলের কর্মীদের। এবার ভোট মিটতেই ব্যালটবক্স ডিসিআরসি-তে নিয়ে যাওয়ার সময়েও মৃত্যু। বীরভূমের মুরারইয়ে দুই নির্দল সমর্থকের এই মৃত্যু অবশ্য খুন নয়, নেহাতই দুর্ঘটনা।
শনিবার ভোট মিটে যাওয়ার পরে ব্যালটবক্স নিয়ে ডিসিআরসি-র দিকে যাচ্ছিলেন ভোটকর্মীরা। মুরারইয়ের মিত্রপুর গ্রাম থেকে ব্যালটবক্সের গাড়ির পিছনেই বাইক নিয়ে ডিসিআরসি-র দিকে যাচ্ছিলেন নির্দল প্রার্থীর দুই সমর্থক। পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছেই ঘটে মর্মান্তিক সেই দুর্ঘটনা। একই বাইকে সওয়ার ছিলেন সবুর শেখ ও রহমত শেখ।
আরও পড়ুন- ভোটের পরের দিনেও ফের মৃত্যু! বেনজির হিংসার বলি বাসন্তীর তৃণমূলকর্মী
সেই বাইকেই একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে দু'জনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। তবে ঘাতক গাড়িটির হদিশ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।