ঠিক যেন সিনেমার কায়দায় ডাকাতি। মঙ্গলবার রাজ্যের দুই প্রান্তের দুই শহরে একই সংস্থার গয়নার শোরুমে দুঃসাহসিক ডাকাতি। রানাঘাট ও পুরুলিয়ায় প্রখ্যাত সংস্থার দুই শোরুমে কোটি কোটি টাকার বহুমূল্য গয়না লুঠ করে চম্পট দুষ্কৃতীদের। ডাকাতিতে বাধা দিতে গেলে গুলি। রুদ্ধশ্বাস গতিতে ধাওয়া করে রানাঘাটে ৪ দুষ্কৃতীকে জালে পুরেছে পুলিশ। পুরুলিয়ার ডাকাকিতে এই প্রতিবেদন লেখা পর্যন্তও অবশ্য কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Advertisment
নদিয়া ও পুরুলিয়া জেলায় একই সংস্থার দুই গয়নার শোরুমে এদিন ডাকাতির ঘটনা ঘটে। বড়সড় এই ডাকাতির ঘটনায় দুই শহরের আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রশ্নের মুখে পড়েছে। সোমবার দুপুরে পুরুলিয়া শহরে প্রখ্যাত সংস্থার গয়নার শোরুমে ঢুকে পড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গয়নার শোরুম জুড়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা।
কোটি কোটি টাকা মূল্যের গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্যদিকে, প্রায় একই সময়ে নদিয়ার রানাঘাটে ওই একই সংস্থার অন্য একটি শোরুমে ডাকাতি হয়। দুপুরে সেখানেও ঢুকে পড়ে সশস্ত্র দুষ্কৃতীরা। শোরুমের এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে চলে অবাধে লুঠ।
গুলি চালিয়ে শোরুম থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাস্তায় গুলি চালনো অবস্থায় তাদের দেখেই পাল্টা গুলি ছোড়ে পুলিশও। পুলিশের সঙ্গেও দুষ্কৃতীদের গুলির লড়াই চলে খানিকক্ষণ। পুলিশ ধাওয়া করলে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের মধ্যে থেকে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একটি ব্যাগ। তাতে ডাকাতির কিছু গয়নাও মিলেছে। বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
তবে পুরুলিয়ায় ডাকাতির ক্ষেত্রে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশের অমুমান এদিন রানাঘাট ও পুরুলিয়ায় একই সংস্থার শোরুমে প্রায় একই সময়ে ডাকাতির পিছনে বড় কোনও চক্র থাকতে পারে। রীতিমতো আটঘাট বেঁধেই ডাকাতির ছক কষা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।