যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার আরও দুই পড়ুয়া। গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। দীপশেখর যাদবপুরের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও মনোতোষ সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের পড়ুয়া।
যাদবপুরের ছাত্রর মৃত্যুর ঘটনায় আগেই ধৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে জেরা করেই এই দু'জনের নাম পায় পুলিশ। প্রথমে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বক্তব্যে অসঙ্গতি মেলায় শেষমেশ গ্রেফতার।
যাদপুরের প্রথম বর্ষের ছাত্রর অপমৃত্যুর ঘটনায় আরও দুই পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ধৃত সৌরভের পাশাপাশি এই দু'জনও স্বপ্নদীপের উপর 'ইন্ট্রো'র নামে কার্যত অত্যাচার চালিয়েছিল।
আরও পড়ুন- গারদে অভিযুক্ত, তবু সন্তানহারা মায়ের মনে ‘কু ডাকছে’! বড় আশঙ্কার কথা স্বপ্নাদেবীর মুখে
পুলিশ সূত্রের খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভকে গ্রেফতারের পর তাঁকে টানা জেরা করেন তদন্তকারীরা। গতকাল তাঁকে হেফাজতে নিয়েও ফের এক দফায় শুরু হয় জেরা। সেই জেরাতেই এই দুই পড়ুয়ার নাম সৌরভের মুখ থেকেই উঠে আসে।
আরও পড়ুন- ‘বাইরের লোক এনে ধর্ষণ করাত’, বিস্ফোরক যাদবপুরের মৃত পড়ুয়া স্বপ্নদীপের বাবা
শেষমেশ ১৯ বছরের দীপশেখর দত্ত ও ২০ বছরের মনোতোষ ঘোষকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় আরও কয়েকজনের যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এবার একসঙ্গে ধৃত তিনজনকে জেরা করে ছাত্র-মৃত্যু তদন্তের কিনারা করতে মরিয়া পুলিশ। আজই ধৃত দুই পড়ুয়াকে আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।