Advertisment

Bengaluru Cafe Blast: কলকাতার কোথায়-কোথায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা? প্রকাশ্যে সেই সব এলাকার নাম

Bengaluru Cafe Blast-NIA: শেষমেশ নিউ দিঘার একটি হোটেলে গত পরশু গভীর রাতে হানা দিয়ে দুই IS জঙ্গিকে NIA ও রাজ্য পুলিশের বিশেষ দল গ্রেফতার করেছে। ধৃতদের NIA হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের জেরা করে বিস্ফোরণে জড়িত বাকি অভিযুক্তদের হদিশ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরাজ্যে আত্মগোপন করে থাকার ক্ষেত্রে তাদের কেউ সাহায্য করেছিল কিনা সেব্যাপারেও খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
2 militants accused Bengaluru cafe blast were stayed several hotels in Kolkata using fake identity

Bengaluru Cafe Blast: কলকাতা থেকে ধৃত দুই জঙ্গি।

Bengaluru Cafe Blast: গ্রেফতারের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের কমপক্ষে ৮টি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে (Bengaluru Cafe Blast) অভিযুক্ত দুই IS জঙ্গি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একটানা ১৮ দিন কলকাতার বিভিন্ন হোটেলে নাম ভাঁড়িয়ে ভুয়ো আধার (AADHAR) কার্ড জমা দিয়ে থেকেছিল তারা। এরপর তারা পূর্ব মেদিনীপুরের দিকে চলে যায়। শেষমেশ গত পরশু গভীর রাতে নিউ দিঘার (New Digha) একটি হোটেল থেকে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দুই চক্রী IS জঙ্গি আবদুল মতিন আহমেদ ত্বহা এবং মুসাভির হোসেন শাজিবকে গ্রেফতার করেছে NIA।

Advertisment

এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে NIA জানতে পেরেছে, সম্ভবত কর্নাটক (Karnataka) থেকেই একাধিক ভুয়ো আধার কার্ড বানিয়েছিল জঙ্গিরা। কমপক্ষে ১০টি ফোন নম্বর ব্যবহার করে তৈরি করা হয়েছিল ওই ভুয়ো আধার কার্ড। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পরপর দু'জন চেন্নাইয়ে (Chennai) চলে যায়। সেখান থেকে সড়ক-রেলপথে তারা পৌঁছোয় কলকাতায়।

মার্চ মাসের ১০ তারিখ দুই জঙ্গি কলকাতায় (Kolkata) পৌঁছোয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরে লেনিন সরণির একটি হোটেলে তারা পৌঁছোয়। সকালে ওই হোটেলে পৌঁছে বিকেলেই হোটেলটি ছেড়ে দেয় তারা। সেই রাতে ধর্মতলার একটি হোটেলে গিয়ে ওঠে দু'জন। সেখানে তারা আরও একদিন কাটানোর পর ঠিকানা বদলায়। ১২ মার্চ কলকাতার এসএন ব্যানার্জি রোডের একটি হেটেলে গিয়ে তারা ওঠে।

আরও পড়ুন- North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ

পরর দিন অর্থাৎ, ১৩ মার্চ সেই হোটেলটি ছেড়ে দিয়ে বিকেলে লেনিন সরণির অন্য একটি হোটেলে গিয়ে চেক ইন করে তারা। বিভিন্ন হোটেলে নানা নামে থেকেছিল তারা। একাধিক ভুয়ো আধার কার্ডের ব্যাবহার করে হোটেলে থেকেছিল তারা। ১৪ মার্চ ওই হোটেল থেকেও তারা চেক আউট করে। পরে ২১ মার্চ অবধি উত্তরবঙ্গের (North Bengal) শিলিগুড়ি-সহ কয়েকটি জায়গায় তারা ছিল বলে সন্দেহ গোয়েন্দাদের।

২১ মার্চ কলকাতার খিদিরপুরের একটি হোটেলে গিয়ে তারা ওঠে। ২২ তারিখ ওই হোটেল থেকেও তারা বেড়িয়ে যায়। এরপর ২৫ মার্চ পর্যন্ত ওয়াটগঞ্জ-একবালপুরে আরও দুটি হোটেলে তারা থেকেছিল। গত ২৮ মার্চ কলকাতা ছেড়ে তারা পূর্ব মেদিনীপুরের দিকে চলে যায়। কাঁথি থেকে তারা পৌঁছে যায় দিঘায় (Digha)। সেখানে পর্যটকদের (Tourists) ভিড়ে দিন কয়েক কাটানোর ইচ্ছা ছিল তাদের।

আরও পড়ুন- Kolkata to Pakyong Flight: নামমাত্র খরচেই বিমানে কলকাতা to সিকিম! কবে কবে মিলছে পরিষেবা?

শেষমেশ নিউ দিঘার (New Digha) একটি হোটেলে গত পরশু গভীর রাতে হানা দিয়ে দুই IS জঙ্গিকে NIA ও রাজ্য পুলিশের বিশেষ দল গ্রেফতার করেছে। ধৃতদের NIA হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের জেরা করে বিস্ফোরণে জড়িত বাকি অভিযুক্তদের হদিশ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরাজ্যে আত্মগোপন করে থাকার ক্ষেত্রে তাদের কেউ সাহায্য করেছিল কিনা সেব্যাপারেও খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা।

kolkata news kolkata NIA Arrested bengaluru blast
Advertisment