Advertisment

Narendrapur School Attacked: কয়েক ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক, নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের মারধরে বেনজির পদক্ষেপ পুলিশের

Narendrapur School Attacked: ক্লাস চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে চড়াও হয়েছিল ২৫-৩০ জনের একটি দল। টিচার্স রুমে ঢুকে একাধিক শিক্ষককে তারা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। কয়েকজন শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলেরই প্রধান শিক্ষকের মদতে এমন হামলা বলে অভিযোগ তুলেছিলেন আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা। শেষমেশ এই ঘটনার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। দ্রুত সব অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
2 more accused arrested, Narendrapur school teacher beating case, নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরে আরও ২ গ্রেফতার।

Narendrapur school teacher beating case: ঘটনার দিন স্কুলের ছবি।

Narendrapur School Attacked: নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় শেষমেশ জালে মূল অভিযুক্ত তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য। FIR-এ নাম থাকা মোট দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন সমিতির সদস্য মানিজুর রহমান। বৃহস্পতিবার রাতে দু'জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নরেন্দ্রপুরের (Narendrapur) বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৮।

Advertisment

নরেন্দ্রপুরে স্কুলে নিগ্রহকাণ্ডে FIR-এ নাম থাকা এই প্রথম দু'জন গ্রেফতার। তবে এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা যুব সভাপতি আকবর আলি খান। মাধ্যমিক পরীক্ষার আগে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত।

publive-image

বাঁদিকে, শিক্ষকদের মারধরে মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও ছবির ডানদিকে একই ঘটনায় অভিযুক্ত স্কুলের পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল নেতা মনিজুর রহমান।

আরও পড়ুন- Mamata Banerjee-Matua: ‘মতুয়াদের সবচেয়ে বড় বন্ধু তৃণমূলই’, ‘বড়মা’-কে টেনে মমতার গলায় সোনালী অতীত!

ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত রবিবার ও মঙ্গলবার মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরের দুটি আলাদা জায়গা থেকে শিক্ষকদের মাদৎদরের ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয় প্রবীর সরদার ও অসীম ইশ্বর।

ভাইরাল হওয়া একটি ভিডিও-তে প্রবীর সরদার ওরফে ছোটনকে শিক্ষককে মারধর করতে দেখা যায়। এবার এই ঘটনায় FIR-এ নাম থাকা ৪ অভিযুক্তের মধ্যে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার চারজনকে আদালতে পেশ। উল্লেখ্য, শিক্ষকদের উপর হামলার এমন ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছিল কলকাতা হাইকোর্ট। শেষমেশ আদালতের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে।

police Narendrapur school teacher beating case West Bengal Arrested
Advertisment