/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Narendrapur.jpg)
Narendrapur school teacher beating case: ঘটনার দিন স্কুলের ছবি।
Narendrapur School Attacked: নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় শেষমেশ জালে মূল অভিযুক্ত তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য। FIR-এ নাম থাকা মোট দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন সমিতির সদস্য মানিজুর রহমান। বৃহস্পতিবার রাতে দু'জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নরেন্দ্রপুরের (Narendrapur) বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৮।
নরেন্দ্রপুরে স্কুলে নিগ্রহকাণ্ডে FIR-এ নাম থাকা এই প্রথম দু'জন গ্রেফতার। তবে এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা যুব সভাপতি আকবর আলি খান। মাধ্যমিক পরীক্ষার আগে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/TMC.jpg)
বাঁদিকে, শিক্ষকদের মারধরে মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও ছবির ডানদিকে একই ঘটনায় অভিযুক্ত স্কুলের পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল নেতা মনিজুর রহমান।
ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত রবিবার ও মঙ্গলবার মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরের দুটি আলাদা জায়গা থেকে শিক্ষকদের মাদৎদরের ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয় প্রবীর সরদার ও অসীম ইশ্বর।
ভাইরাল হওয়া একটি ভিডিও-তে প্রবীর সরদার ওরফে ছোটনকে শিক্ষককে মারধর করতে দেখা যায়। এবার এই ঘটনায় FIR-এ নাম থাকা ৪ অভিযুক্তের মধ্যে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার চারজনকে আদালতে পেশ। উল্লেখ্য, শিক্ষকদের উপর হামলার এমন ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছিল কলকাতা হাইকোর্ট। শেষমেশ আদালতের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে।