নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করল এসটিএফের বিশেষ ইউনিট। উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার করা হয় ২ সন্দেহভাজনকে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত আট’টা নাগাদ তল্লাশি চালায় পুলিশ। তাতেই ধরা পড়ে ২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আবদুর রকিব সরকার গঙ্গারামপুরের বাসিন্দা। অপর এক সন্দেহভাজন, কাজী আহসান উল্লাহ তার বাড়ি হুগলির আরামবাগে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতরা মাঝে মধ্যেই কলকাতায় আসতেন। সেখানে কাদের সঙ্গে দেখা করতেই ২ জন তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি, জেহাদি বইপত্র। বেশ কিছুদিন ধরে কলকাতার তপসিয়া রোডে একটি ঘর ভাড়া করে ছিলেন অভিযুক্তরা।
এদিন নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় এসটিএফের বিশেষ বাহিনী। শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকায় গোপন ডেরা থেকে আটক করা হয়। ইতিমধ্যেই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বিশদে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ সূত্রে এমনটাই জানান হয়েছে।