Advertisment

TMC: দলেরই দুই কাউন্সিলরের গোষ্ঠীর 'মারামারি'তে অতিষ্ট মমতা! নিলেন কড়া পদক্ষেপ

TMC: এবারের লোকসভা নির্বাচনে শহরাঞ্চলের অনেক জায়গাতেই তৃণমূলের ভোট কমেছে। খোদ কলকাতা শহরেরও একাধিক ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিভিন্ন মহলের দাবি, এলাকায় এলাকায় একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়াবাড়ি মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রেই ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন কেউ কেউ। এবার কলকাতা পুরসভায় দলেরই দুই কাউন্সিলরের 'বেয়াদপি' দেখে কড়া পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
2 tmc councillor get show cause notice by leadership due to group clash

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-TMC: আবারও কড়া হাতে দলের রাশ ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত অশান্তিতে অতিষ্ট হয়ে কলকাতা দক্ষিণ শহরতলির যাদবপুর-পাটুলি এলাকায় দলের দুই কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দলনেত্রীর।

Advertisment

তৃণমূল সূত্রে খবর, শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে। মঙ্গলবার রাতে যাদবপুর-পাটুলি এলাকায় এই দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।

স্বরাজ মণ্ডল শিবিরের অভিযোগ, যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের মদতেই তাদের উপর হামলা চালিয়েছে তারকেশ্বর চক্রবর্তীর গোষ্ঠীর লোকজন। ঘটনার সূত্রপাত, ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল দফতরে বসা নিয়ে। সেখানে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল গেলে তাঁকে বসতে বাধা দেয় দলেরই কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা, এমনই অভিযোগ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি-বচসা তারপর সংঘর্ষ বেধে যায়। মারধরে কান ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে কাউন্সিলর স্বরাজ মণ্ডলের। তাঁকে হাসপাতালে যেতে হয়।

আরও পড়ুন- Kolkata Metro: রাতের মেট্রোয় বাড়ি ফেরেন? কোন স্টেশনে কোন গেট খোলা জেনে নিন

যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের সঙ্গে যোগসাজশেই ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর লোকজন তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ শাসকদলেরই কাউন্সিলর স্বরাজ মণ্ডলের।

আরও পড়ুন- Mahesh Jagannath Dev Snan Yatra: মাহেশে ২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধে স্নান সারলেন জগন্নাথদেব

এদিকে দলেরই দুই কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ-অশান্তির জেরে অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল নেতৃত্ব। এই গন্ডগোলের কথা কানে যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তড়িঘড়ি এ ব্যাপারে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। এবার সুব্রত বক্সি দলের দুই কাউন্সিলরকে শোকজের সিদ্ধান্ত নেন। দুই তৃণমূল কাউন্সিলরের কাছে পৌঁছেছে শোকজ চিঠি।

আরও পড়ুন- Ilish: মরশুমের শুরুতেই উপচে পড়া ইলিশের জোগান! এবছর কোথায় নামতে পারে রুপোলি শস্যের দাম?

tmc Mamata Banerjee Kolkata Municipal Corporation
Advertisment