চোর সন্দেহে ভরা হাটে দুই মধ্যবয়স্ক মহিলাকে অর্ধনগ্ন করে গণপিটুনি দেওয়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। এই গণপিটুনির ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।
গত মঙ্গলবারের ঘটনার ছবি শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে অভিযোগ। এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শুরু করে মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এমনকী এদিন পুলিশ সুপারের অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ দলের জেলা নেতৃত্ব। এদিকে এদিন ঘটনাস্থলে তদন্তে যান মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- মালদহে আদিবাসী মহিলাকে নগ্ন করে মার! মমতার সরকারকে বিঁধে সোচ্চার বিরোধীরা!
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার। ওই দিন মালদার ওই হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই আদিবাসী মহিলা। সেখানেই ওই দুই মহিলাকে আচমকা কিছু মানুষ চোর বলে ধাওয়া করে। এরপরই ভরা বাজারে ওই দুই মহিলাকে ধরে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জুতো দিয়ে পেটানোর পাশাপাশি কিল, ঘুঁষি চড়-থাপ্পড় মারা হয়। বিবস্ত্র অবস্থায় ওই দুই মহিলাকে মারধরের ভিডিও ঘটনাচক্রে শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।
সেই ছবিতেই দেখা যাচ্ছে রীতিমতো সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিতে এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলারা বিবস্ত্র অবস্থায় ওই দুই মধ্য বয়স্ক মহিলাকে গণপিটুনি দিচ্ছে। বিষয়টি জানাজানি হতেই মালদা শুধু নয়, রাজ্য এমনকী জাতীয় স্তরের বিভিন্ন দলের নেতা-নেত্রীও নিজেদের মতামত টুইট করে জানাতে থাকেন।
আরও পড়ুন- ‘জ্বলছে মণিপুর, বিদেশে আনন্দে ডুবে মোদী’, প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ তৃণমূলের
এদিকে নিগৃহীত এক মহিলার মেয়ে জানিয়েছেন, তাঁর মা এবং কাকিমা বিভিন্ন হাটে-বাজারে লেবু বিক্রি করে বেড়ান। গত মঙ্গলবারও ওই হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন তাঁর মা এবং কাকিমা। সেখানে কিছু মানুষ হঠাৎ করে দু'জনকে চোর বলে অভিযোগ করে। সেই সময় তাঁর মা ও কাকিমাকে বিবস্ত্র করে ব্যাপক মারধর করে কিছু মানুষ। এরপর পুলিশ গিয়ে আক্রান্ত মা ও কাকিমার প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুন- অভূতপূর্ব সাফল্যে ফের ‘বাংলা শ্রেষ্ঠ’ কীর্তিমান! সোনার সম্মানে বাঁধভাঙা উচ্ছ্বাস!
এদিকে, এদিন দুপুর থেকেই মালদার পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ দলের জেলা নেতৃত্ব। সাংসদ খগেন মুর্মু বলেন, 'এই ধরনের ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। সিভিকের সামনে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করছে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আর রাজ্য প্রশাসন মণিপুরের ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এরাজ্যের মালদায় এত বড় ঘটনা আমাদের সকলকে লজ্জিত করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতেই এদিন পুলিশ সুপারের অফিসের সামনেই বিক্ষোভ অবস্থান করা হয়েছে।'
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ তিন মহিলা সহ পাঁচজনকে আটক করেছে। সোশ্যাল ভাইরাল হওয়া ছবি দেখে পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।