scorecardresearch

গ্যাসের দামে ছ্যাঁকা! দেবের হাতে সিলিন্ডার ধরিয়ে কড়া বার্তা ‘দিদি’র

একুশের মঞ্চ থেকে ভাইরাল ছবি।

21 July Shahid Dibas, Dev, TMC MP actor Dev, Price hike of domestic LPG, 21 July Kolkata, ২১ জুলাই, একুশের মঞ্চ, দেব, সাংসদ-অভিনেতা দেব, শহীদ দিবস, ২১ জুলাই কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়, গ্যাসের মূল্যবৃদ্ধি, Indian Express Entertainment News, Bengali news today
২১-এর মঞ্চে সাংসদ দেব (এক্সপ্রেস ফটো- পার্থ পাল)

২১ জুলাই ঘিরে দিনভর উত্তেজনা তুঙ্গে। লোকারণ্য এসপ্ল্যানেড-ধর্মতলা চত্বর। ২ বছর পর তৃণমূলের ‘গ্র্যান্ড ইভেন্ট’ বলে কথা! অতঃপর একুশের মঞ্চে রাজনৈতিক শিবিরের নজর যে থাকবেই, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। আর ২১-এর মঞ্চ মানেই চমক, প্রস্তুতি খতিয়ে দেখতে এসে বলেছিলেন খোদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার অন্যথা হল না। তৃণমূলের তারকা-সাংসদ দেবের কাঁধে সিলিন্ডারের দায়িত্ব দিয়ে কলকাতা থেকেই কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অক্টোবর মাস থেকে একাধিকবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ছিল ৯১১ টাকা। সেখান থেকে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০৭৯ টাকা। গ্যাসের জ্বালায় মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তার প্রতিবাদেই সোচ্চার হলেন মমতা। ডেকে নিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেবকে।

[আরও পড়ুন: রেডিও ছেড়ে অন্য পেশায় মীর! নিজেই ফাঁস করলেন সেই কথা]

প্রতীকি সিলিন্ডার হাতে নিয়ে মধ্যবিত্তদের হয়ে রান্নার গ্যাসের এমন মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন দেবও। প্রতীকি সেই সিলিন্ডারে লেখা,”এমন আচ্ছে দিন এল কাকা, রান্নার গ্যাসের দাম ১১০০ টাকা।” তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, “গ্যাসের দাম বাড়ানো “সরকার আর দরকার নেই। শুধু তাই নয়, একাধিক অত্যাবশকীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদও করেন মমতা। একুশের মঞ্চ থেকে যে ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশংসার পাশাপাশি একপক্ষ ট্রোল করতে ছাড়লেন না।

শহর, শহরতলী থেকে বাংলার গ্রামগঞ্জে সুপারস্টার দেবের ভক্তসংখ্যা নেহাত কম নয়। সেই ভাবনা থেকেই কি দেবের হাতে সিলিন্ডার ধরিয়ে প্রতিবাদী কৌশলী ‘দিদি’র? প্রশ্ন ছুঁড়েছেন নেটজনতার একাংশ। দেব ছাড়াও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল অন্য দুই তারকা বিধায়ক মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকেও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: 21 july shahid dibas dev raise voice against price hike of domestic lpg