Advertisment

21 July TMC Martyrs Day: 'গাড়িতে নয় হেঁটে ঘুরুন', তৃণমূল নেতাদের 'পাঠ'! লক্ষ-লক্ষ চাকরির কথাও মমতার মুখে

Shahid Dibas-Mamata Banerjee: বৃষ্টি ভেজা কলকাতায় শহিদ সভা তৃণমূলের। তৃণমূলনেত্রীর ভাষণের সময়েও এদিন সভাস্থলে তুমুল বৃষ্টি শুরু হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার শেষ পর্বে বৃষ্টি থেমে ফের রোদ উঠে যায়। স্বভাবসিদ্ধ ঢঙেই এদিন একুশের মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদেরও আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ তৃণমূল সুপ্রিমোর।

author-image
Nilotpal Sil
New Update
21 July TMC Martyrs Day Mamata Banerjee attacks oppositions, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, শহিদ সভা, ২১ জুলাই সভা

21 July TMC Martyrs Day Rally: ধর্মতলায় একুশের সভামঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Trinamool Congress Martyr's Day Rally: একুশে জুলাইয়ের শহিদ সভার মঞ্চ ফের স্বমহিমায় ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই দলের অগণিত কর্মী সমর্থকদের যেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পাঠ পড়ালেন দলনেত্রী। একদিকে অন্যায় দেখলেই যেমন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন, তেমনই দলের জনপ্রতিনিধিদের সতর্ক থাকতেও বললেন। এদিন ফের একবার তৃণমূলনেত্রীর নিশানায় BJP, সিপিএম ও কংগ্রেস।

Advertisment

দলের কর্মীদের একাংশকে হুঁশিয়ারি মমতার:

"অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না। আমি তৃণমূলকেও গ্রেফতার করি। মা-বোনেদের সম্মান দিতে হবে। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে। অন্যায় সহ্য করব না। অন্যায় দেখলেই ব্যবস্থা। অভিযোগ এলেই ব্যবস্থা নেব। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা নেব। আমি চাই আপনারা গরিব থাকুন। অর্থাৎ ঘরে যা আছে সেটা খেয়েই বেঁচে থাকুন। লোভ করতে যাবেন না। লোভ করার দরকার নেই।"

চাকরি ও OBC ইস্যুতে BJP-কে আক্রমণ:

"আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। একটা কিছু করতে গেলে কোর্টে গিয়ে PIL করে নিয়োগে বাধা BJP-র। আন্দোলনে না পেরে PIL করে নিয়োগ আটকানোর চেষ্টা বিজেপির। আন্দোলনে না পেরে আদালতে গিয়ে নিয়োগে বাধা। কারও চাকরি যাবে না। সুপ্রিম কোর্টে লড়াই চলবে। ২ কোটির বেশি মানুষকে OBC সার্টিফিকেট দিয়েছি। কখনও বলছে OBC উঠিয়ে দাও। কারও চাকরি যাবে না। OBC নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি।"

আরও পড়ুন- Mamata Banerjee-Bangladesh: ‘তাজা প্রাণগুলো চলে যাচ্ছে’, বাংলাদেশ নিয়ে দুঃখপ্রকাশ করে আর কী কী বললেন মমতা?

লোভী হবেন না…

"তৃণমূল কর্মীদের কেউ যাতে লোভী বানাতে না পারে। ভাত-রুটি খেয়ে থাকব। অন্যায়ের সঙ্গে আপোস নয়। শপথ নিন, দুর্নীতির সঙ্গে আপোস নয়। ভোটে জিতে যারা মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।"

আরও পড়ুন- 21 July TMC Martyrs Day: BJP-কে ধাক্কার ‘ক্রেডিট’ মমতা-অখিলেশকে, একুশের সভায় পার্থ নিয়ে কী বললেন অভিষেক?

আরও পড়ুন- 21 July TMC Martyrs Day Live Updates: হিংসাবিধ্বস্ত বাংলাদেশ থেকে কেউ এলে আশ্রয় দেব, বিরাট বার্তা মমতার

গাড়িতে ঘোরার থেকে হেঁটে ঘোরা ভালো: মমতা

"তৃণমূল কংগ্রেস করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। যে যেখানে জিতেছেন সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভালো। তাতে শরীর মন ভালো থাকে। বড় গাড়িতে ঘোরার চেয়ে স্কুটার, সাইকেলে ঘোরা অনেক ভালো।"

আরও পড়ুন- Tmc Shahid Diwas 2024: গিটার-গানে, ঢাকের তালে ‘দিদি বন্দনা’, তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ কলকাতায়!

tmc Mamata Banerjee Shahid Diwas shahid diwas 2024
Advertisment