Trinamool Congress Martyr's Day Rally: একুশের সভামঞ্চ থেকে কেন্দ্রবিরোধী সুর আরও চড়ালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চব্বিশের লোকসভা নির্বাচনে BJP-কে বড়সড় ধাক্কা দেওয়ার প্রধান ক্রেডিট তিনি দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। ফের একবার একুশের মঞ্চ থেকে অভিষেকের মুখে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের নামও।
এদিন বক্তব্যের শুরুতে চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "BJP-র অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করেছি। তৃণমূলের সঙ্গে না পেরে বাংলাকে বঞ্চনা বিজেপির। তৃণমূলের সঙ্গে না পেরে ১০০ দিনের টাকা বন্ধ। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ওরা ছোট করেছে। সেই বিজেপিকে তাই টাইট দিয়েছে বাংলার মানুষ।"
সন্দেশখালি ইস্যুতে কী বললেন অভিষেক?
"লোকসভা নির্বাচনের ২ মাস আগে সন্দেশখালি-সন্দেশখালি (Sandeshkhali) করে গলা ফাটিয়েছে। সেই সন্দেশখালি যাকে BJP হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই বসিরহাট (Basirhat) কেন্দ্রে সাড়ে ৩ লাখের বেশি ভোটে তৃণমূল জিতেছে।"
ডায়মন্ডহারবারে বিপুল জয় প্রসঙ্গে:
"ডায়মন্ড হারবার বাংলা থেকে সবচেয়ে বেশি ভোটে জিতিয়েছে তৃণমূলকে। যারা বলেছিল ডায়মন্ড হারবারে তৃণমূল তিন নম্বরে চলে যাবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে সাড়ে ৭ লাখের বেশি ভোটে আমায় জিতিয়েছেন ডায়মন্ড হারবারের মানুষ। লড়াই থেকে তৃণমূল সরবে না। আগামীর লড়াই আরও বৃহত্তর।"
গত দেড় মাস কোথায় ছিলেন অভিষেক?
"গত এক দেড় মাস আমাকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। কারণ আমি কিছু পর্যালোচনায় ব্যস্ত ছিলাম। এর ফল তিন মাসের মধ্যে দেখবেন।"
ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা:
"গরিবের মাথার ছাদ কেড়েছে তৃণমূল। বাংলার মানুষ বিজেপিকে উচিত শাস্তি দিয়েছে। ৩১ ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম আছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে।"
পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে:
"২০২২-এর ২১ জুলাইয়ের পরে দিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। ইডি যদি SSC, টেট কেলেঙ্কারির নাম করে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তাহলে NEET কেলেঙ্কারিতে কেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার হবেন না? এই বৈষম্য কেন হবে? কেন এই দ্বিচারিতা?"
সপরিবারে আমাকে হেনস্থা BJP-র: অভিষেক
"আমাকে, আমার বয়স্ক মা-বাবা, ছোট্ট পুত্র-কন্যা কাউকে ছাড়েনি। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলে যাব। তৃণমূল বিশুদ্ধ লোহা। তাতালে আরও তেজি হবে।"