Advertisment

21 July TMC Martyrs Day Updates: হিংসাবিধ্বস্ত বাংলাদেশ থেকে কেউ এলে আশ্রয় দেব, বিরাট বার্তা মমতার

TMC Martyrs Day Updates: লোকসভা নির্বাচনে প্রশ্নাতীত সাফল্যের পর এই প্রথম বিরাট মাপের কোনও কর্মূচি তৃণমূলের। স্বভাবিকভাবেই এবারে একুশের শহিদ সভা অন্য অনেকবারের চেয়ে ধারে ভারে বেশ খানিকটা এগিয়ে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। রবিবার সকাল থেকে জেলাগুলি থেকে কলকাতায় আসা ট্রেন-বাসে উপচে পড়া ভিড়।

author-image
IE Bangla Web Desk
New Update
21 July TMC Martyrs Day Live Updates: তৃণমূলের শহিদ সভা ২০২৪

দুর্নীতি ও সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করব না: মমতা

Trinamool Congress Martyr's Day Rally Updates: আজ তৃণমূলের শহিদ সমাবেশ (TMC martyr's day)। লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর এই প্রথম তৃণমূলের বড় কোনও কর্মসূচি। স্বাভাবিকভাবেই তাই এবারের একুশে জুলাইয়ের সমাবেশ ধারে ভারে অন্য অনেক বছরের চেয়ে বেশি এগিয়ে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Advertisment

এবার তৃণমূলের শহিদ সমাবেশ ৩১ বছরে পদার্পণ করেছে। সকাল থেকে জেলাগুলি থেকে দলে দলে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতামুখী। ট্রেন-বাস ও অন্যান্য যানবাহনে চেপে জোড়াফুলের কর্মী-সমর্থকরা কলকাতায়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, এবারের শহিদ সভায় রেকর্ড ভিড় হবে। যে ভিড় অন্য অনেক বছরকেই জোর টেক্কা দেবে। অন্যদিকে, ধর্মতলার শহিদ সভার মঞ্চে এবার বড়সড় চমক থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।

  • Jul 21, 2024 14:18 IST
    আমার কাছে ১০ লক্ষ চাকরি রেডি আছে: মমতা

    লোকসভা ভোটের সাফল্যের পর একুশের মঞ্চ থেকে মমতার মেগা সমাবেশ। প্রথমেই বিজেপিকে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিরাট ধাক্কা দেওয়ার জন্য অখিলেশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তৃণমূল সুপ্রিমো। সকল শহীদ পরিবারের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়ে ভাষণের শুরুতেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, "বিজেপির ইস্ততা দেওয়া উচিত ছিল। যত জিতব তত নরম হতে হবে। তত দায়িত্ব বাড়বে। তৃণমূল মানে সেবার কাজের প্ল্যাটফর্ম"।

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল

    দেখে নিন কী বললেন মমতা একনজরে-

    - ২১ শে জুলাই সর্ব ধর্ম সমন্বয়: মমতা বন্দ্যোপাধ্যায়

    - নির্বাচন কমিশনের আচরণ এক তরফা: মমতা বন্দ্যোপাধ্যায়

    - আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই। একুশের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার।

    - ৪০ শতাংশের বেশি মানুষকে দারিদ্রতার কবল থেকে মুক্তি করেছি

    - আমরা লোভী হতে চাই না, কেউ যাতে লোভী বানাতে না পারে এটাই হোক আজকের শপথ এটা শপথ: মমতা

    - এখন থেকে কোন দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ বরদাস্ত নয়: মমতা

    - অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না : মমতা

    - বাংলার অস্বস্তিকে রক্ষার ডাক: মমতা

    - আমার কাছে ১০ লক্ষ চাকরি রেডি আছে: মমতা

    - কারুর চাকরি যাবে না, লড়াই চলবে সুপ্রিমে: মমতা

    - এজেন্সিকে দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না: মমতা

    - মা বোনেদের আরও বেশি সম্মান দিন: মমতা

    - যতদিন বাঁচব ততদিন লড়বো: মমতা

    - বিজেপি, সিপিএম, কংগ্রেসকে নিশানা মমতার

    - ২ কোটির বেশি মানুষকে OBC সার্টিফিকেট দিয়েছি: মমতা

    - দুর্নীতি ও সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করব না: মমতা

    - নবীন প্রবীণের দ্বন্ধ দূরের ইঙ্গিতবাহী বার্তা মমতার

    - হিংসাবিধ্বস্ত বাংলাদেশ থেকে কেউ এলে আশ্রয় দেব, বিরাট বার্তা মমতার



  • Jul 21, 2024 14:14 IST
    আমার কাছে ১০ লক্ষ চাকরি রেডি আছে: মমতা

    লোকসভা ভোটের সাফল্যের পর একুশের মঞ্চ থেকে মমতার মেগা সমাবেশ। প্রথমেই বিজেপিকে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিরাট ধাক্কা দেওয়ার জন্য অখিলেশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তৃণমূল সুপ্রিমো। সকল শহীদ পরিবারের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়ে ভাষণের শুরুতেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, "বিজেপির ইস্ততা দেওয়া উচিত ছিল। যত জিতব তত নরম হতে হবে। তত দায়িত্ব বাড়বে। তৃণমূল মানে সেবার কাজের প্ল্যাটফর্ম"।

    দেখে নিন কী বললেন মমতা একনজরে-

    - ২১ শে জুলাই সর্ব ধর্ম সমন্বয়: মমতা বন্দ্যোপাধ্যায়

    - নির্বাচন কমিশনের আচরণ এক তরফা: মমতা বন্দ্যোপাধ্যায়

    - আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই। একুশের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার।

    - ৪০ শতাংশের বেশি মানুষকে দারিদ্রতার কবল থেকে মুক্তি করেছি

    - আমরা লোভী হতে চাই না, কেউ যাতে লোভী বানাতে না পারে এটাই হোক আজকের শপথ এটা শপথ: মমতা

    - এখন থেকে কোন দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ বরদাস্ত নয়: মমতা

    - অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না : মমতা

    - বাংলার অস্বস্তিকে রক্ষার ডাক: মমতা

    - আমার কাছে ১০ লক্ষ চাকরি রেডি আছে: মমতা

    - কারুর চাকরি যাবে না, লড়াই চলবে সুপ্রিমে: মমতা

    - এজেন্সিকে দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না: মমতা

    - মা বোনেদের আরও বেশি সম্মান দিন: মমতা

    - যতদিন বাঁচব ততদিন লড়বো: মমতা

    - বিজেপি, সিপিএম, কংগ্রেসকে নিশানা মমতার

    - ২ কোটির বেশি মানুষকে OBC সার্টিফিকেট দিয়েছি: মমতা

    - দুর্নীতি ও সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করব না: মমতা

    - নবীন প্রবীণের দ্বন্ধ দূরের ইঙ্গিতবাহী বার্তা মমতার

    -হিংসাবিধ্বস্ত বাংলাদেশ থেকে কেউ এলে আশ্রয় দেব, বিরাট বার্তা মমতার

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল



  • Jul 21, 2024 13:43 IST
    দলের কর্মীরাই দলের সম্পদ': অখিলেশ যাদব

    ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন অখিলেশ যাদব। তিনি তাঁর ভাষণে বলেন, 'দলের কর্মীরাই দলের সম্পদ'। দলীয় কর্মীদের সঙ্গে মমতার নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    তৃণমূল কংগ্রেস দলের প্রশংসা করে অখিলেশ বলেন, 'দলের জন্য হাসিমুখে প্রাণ নিবেদন করার মত সমর্থকই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি'। তিনি আরও বলেন, 'দিদির পাশে এমন অনেক কর্মী রয়েছেন যারা দিদির কথায় নিজের জীবন দিয়ে দিতেও পিছপা হবেন না। এটাই দিদির সবচেয়ে বড় শক্তি'।

    নেতারা নয় বরং কর্মীরাই দলের সম্পদ। দিল্লির সরকারের পতন অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। কেন্দ্রের সরকারকে ষড়যন্ত্রকারী সরকার বলে উল্লেখ করেন তিনি।

    দিল্লিতে অতিথি সরকার চলছে বলে কটাক্ষ করে অখিলেশ বলেন, 'বাংলা ও উত্তরপ্রদেশ বিজেপিকে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা দিয়েছে। দেশে ইতিবাচক রাজনীতির সময় এসেছে বলেও উল্লেখ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী'।



  • Jul 21, 2024 13:20 IST
    তৃণমূল ইস্পাত, যতই মারো ভাঙবে না'- সভা থেকে গর্জে উঠলেন অভিষেক

    ভাষণের শুরুতেই লোকসভা ভোটের বিপুল সাফল্যের কথা তুলে ধরে তৃণমূলের সকল কর্মীদের প্রণাম জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচনের সাফল্যে আত্মতুষ্টির কোন জায়গা নেই'। পাশাপাশি তিনি বলেন, বিজেপিকে উচিৎ শিক্ষা দিয়েছে বাংলার মানুষ। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি।

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

    সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, সন্দেশখালি নিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। পাশাপাশি তাঁর আশ্বাস '৩১ ডিসেম্বরের মধ্যে আবাস- আবাস প্লাসের তালিকা থাকা সকলকে বাড়ি তৈরির টাকা দেবে'।

    জোর গলায় বাংলার যুবরাজ এদিন তাঁর ভাষণে বলেন, 'যারা ভোট দিয়েছেন বা যারা দেন নি তাদের সকলের জন্য কাজ করতে বদ্ধ পরিকর তৃণমূল । মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের ধর্ম'। ২৪-র নির্বাচনে ঐতিহাসিক জয়ের কথা তুলে ধরে একুশের মঞ্চ থেকে ২৬-র বিধান সভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

    কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, ১০০ দিনের কাজ, রাস্তা, মিড-ডে মিল, আবাস যোজনাতে কেন্দ্রের বঞ্চনা আজও জারি আছে। বিজেপির এজেন্সি আছে, তৃণমূলের কাছে সাধারণ মানুষের শক্তি আছে। এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও কেন নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার নয় সে প্রশ্নও সভামঞ্চ থেকে তোলেন অভিষেক।

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ



  • Jul 21, 2024 13:17 IST
    তৃণমূল ইস্পাত, যতই মারো ভাঙবে না'- সভা থেকে গর্জে উঠলেন অভিষেক

    ভাষণের শুরুতেই লোকসভা ভোটের বিপুল সাফল্যের কথা তুলে ধরে তৃণমূলের সকল কর্মীদের প্রণাম জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচনের সাফল্যে আত্মতুষ্টির কোন জায়গা নেই'। পাশাপাশি তিনি বলেন, বিজেপিকে উচিৎ শিক্ষা দিয়েছে বাংলার মানুষ। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি।

    সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, সন্দেশখালি নিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। পাশাপাশি তাঁর আশ্বাস '৩১ ডিসেম্বরের মধ্যে আবাস- আবাস প্লাসের তালিকা থাকা সকলকে বাড়ি তৈরির টাকা দেবে'।

    জোর গলায় বাংলার যুবরাজ এদিন তাঁর ভাষণে বলেন, 'যারা ভোট দিয়েছেন বা যারা দেন নি তাদের সকলের জন্য কাজ করতে বদ্ধ পরিকর তৃণমূল । মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের ধর্ম'। ২৪-র নির্বাচনে ঐতিহাসিক জয়ের কথা তুলে ধরে একুশের মঞ্চ থেকে ২৬-র বিধান সভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

    কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, ১০০ দিনের কাজ, রাস্তা, মিড-ডে মিল, আবাস যোজনাতে কেন্দ্রের বঞ্চনা আজও জারি আছে। বিজেপির এজেন্সি আছে, তৃণমূলের কাছে সাধারণ মানুষের শক্তি আছে। এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও কেন নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার নয় সে প্রশ্নও সভামঞ্চ থেকে তোলেন অভিষেক।



  • Jul 21, 2024 12:42 IST
    লক্ষী ভাণ্ডার' হাজির ধর্মতলায়

    ঘাটাল থেকে এসেছেন লক্ষ্মীকান্ত কর্মকার। লক্ষী ভাণ্ডার চালু হওয়ার পর থেকে প্রতি বছর 'মা লক্ষী' সেজে লক্ষীর ভাণ্ডার নিয়ে বেরোন। গ্রাম বাংলার প্রতি ঘরে ঘুরে বেড়ান সবাই ওনাকে দেখলে খুশি হন। অনেকে তাকে দেখলে বলেন, 'মা লক্ষ্মী এসেছেন ঘরে'। বিরোধীরা অনেকে ব্যাঙ্গ বিদ্রুপ করলেও তা গায়ে মাখেন না উনি ২১শে জুলাইতে আসবেন বলে গতকাল রাত থেকে সাজতে শুরু করেছেন। ওনার ইচ্ছে বাংলার প্রতি ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয় আরও বেশি সংখ্যক মানুষকে জানানো। আরও পড়ুন

    এক্সপ্রেস ছবি- শশী ঘোষ



  • Jul 21, 2024 12:40 IST
    বক্তব্য রাখছেন বাগদা উপ নির্বাচনে জয়ী মধূপর্ণা ঠাকুর

    মধূপর্ণা ঠাকুর তাঁর ভাষণে বলেন, 'বাগদার উন্নয়নে লড়াই করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আজ আমি এখানে বিধায়ক হিসাবে নয়। সাধারণ মেয়ে হিসাবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি'। পাশাপাশি আগামী লোকসভা ভোটে বিজেপিকে ধুয়ে-মুছে সাফ করার ডাক দিলেন মধূপর্ণা ঠাকুর।



  • Jul 21, 2024 12:39 IST
    মমতার কালীঘাটের বাড়িতে এলেন অখিলেশ

    মমতার কালীঘাটের বাড়িতে এলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। দুজনে একসঙ্গে সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১টায় শহীদ দিবসের মঞ্চ থেকে সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন মমতা।



  • Jul 21, 2024 12:36 IST
    মমতার কার্টআউট, ঘাসফুল, ঢাক-ঢোল নিয়ে একেবারে উৎসবের আমেজ

    প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ঢল। কলকাতার রাজপথে জনজোয়ায়। মমতার কার্টআউট, ঘাসফুল, ঢাক-ঢোল নিয়ে একেবারে উৎসবের আমেজ।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jul 21, 2024 12:31 IST
    বক্তব্য রাখছেন বাগদা উপ নির্বাচনে জয়ী মধূপর্ণা ঠাকুর

    মধূপর্ণা ঠাকুর তাঁর ভাষণে বলেন, 'বাগদার উন্নয়নে লড়াই করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আজ আমি এখানে বিধায়ক হিসাবে নয়। সাধারণ মেয়ে হিসাবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি'। পাশাপাশি আগামী লোকসভা ভোটে বিজেপিকে ধুয়ে-মুছে সাফ করার ডাক দিলেন মধূপর্ণা ঠাকুর।



  • Jul 21, 2024 12:26 IST
    বক্তব্য রাখছেন মেয়র ফিরহাদ হাকিম

    তৃণমূলের হাইভোল্টেজ একুশের সমাবেশে ভাষণ দিচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভাষণে ফিরহাদ হাকিম বলেন, দল আমাদের কাছে বিলাসীতা, জাহির করার নয়। মানুষের পাশে থেকে মানুষের সেবা করার দল তৃণমূল। তাঁর ভাষণে উঠে আসে নন্দীগ্রামে মমতাকে প্রাণে মারার ষড়যন্ত্রের প্রসঙ্গ। তিনি বলেন, 'রাজনৈতিক লড়াই কখনও শেষ হয় না। বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। আজকের লড়াই দেশ বাঁচানোর। দেশকে সুরক্ষিত রাখার লড়াই। আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই। তৃণমূল কংগ্রেসের বড় দায়িত্ব দেশ রক্ষা করার। 'মমতা দি এগিয়ে চল, আমরা তোমার সাথে আছি'।



  • Jul 21, 2024 12:15 IST
    তৃণমূলের একুশের মঞ্চে অভিষেক, বক্তব্য রাখছেন সুব্রত বক্সি

    সভামঞ্চে নির্ধারিত সময়ের আগেই হাজির হয়ে শহীদ তর্পন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Jul 21, 2024 12:13 IST
    একুশে জুলাই ঐতিহাসিক এক দিন': সুব্রত বক্সি

    একুশে জুলাই ঐতিহাসিক এক দিন। এই দিনটি তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে উল্লেখ করেন সুব্রত বক্সি



  • Jul 21, 2024 12:08 IST
    শুরু তৃণমূলের হাইভোল্টেজ একুশের সভা

    শুরু তৃণমূলের হাইভোল্টেজ একুশের সভা। সভাপতিত্ব করছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সি। আর কিছু সময়ের মধ্যেই মঞ্চে হাজির হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।



  • Jul 21, 2024 11:49 IST
    কলকাতা বিমান বন্দরে নামলেন অখিলেশ যাদব

    কলকাতা বিমান বন্দরে নামলেন অখিলেশ যাদব। আর কিছুক্ষণেই পৌঁছাবেন সভামঞ্চে।



  • Jul 21, 2024 11:37 IST
    আর মাত্র ৩০ মিনিটের অপেক্ষা

    দুপুর ১২টা শুরু হতে চলেছে ঐতিহাসিক ২১ জুলাইয়ের সমাবেশ। ইতিমধ্যে কাতারে কাতারে কর্মী সমর্থকরা হাজির হয়েছেন। বৃষ্টি মাথায় নিয়েই ঘন্টার পর ঘন্টা দলনেত্রীর বক্তব্য শুনতে ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন।



  • Jul 21, 2024 11:33 IST
    রাজপথে থিকথিক করছে কালো মাথার ভিড়, অতীতের সব রেকর্ড ভেঙে চুরমারের বিরাট দাবি

    সেলিব্রেশনের মুডে কলকাতার রাজপথ দেখুন ছবিতে ছবিতে...

    এক্সপ্রেস ছবি- শশী ঘোষ



  • Jul 21, 2024 11:23 IST
    বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় কাতারে কাতারে মানুষ ধর্মতলায়

    বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন সভার মূল মঞ্চের কাছে। ইতিমধ্যে সভামঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। আর কিছু সময়ের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির হবেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা-বিধান সভা উপনির্বাচনে দুরন্ত জয়ের পর কী বার্তা মমতার? কোটি কোটি মানুষের নজর এখন সেদিকেই।



  • Jul 21, 2024 11:04 IST
    অপেক্ষা আর মাত্র কিছু সময়ের, বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো

    জানা যাচ্ছে সকাল সাড়ে ১১ টা নাগাদ বাড়ি থেকে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিছু সময় পরেই ধর্ম তলার উদ্দেশ্যে রওনা দেবেন দলনেত্রী। একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি লোকসভা-বিধানসভা উপনির্বাচনের বিপুল সাফল্য সেলিব্রেশন। ছুটির দুপুরে কলকাতায় যেন উৎসবের আমেজ।



  • Jul 21, 2024 11:01 IST
    সভায় যোগ দিতে রওনা অখিলেশের

    ২১-জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যে হাজির হতে চলেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।



  • Jul 21, 2024 10:38 IST
    কোন কোন বিষয়ে জোর মমতার জানালেন কুনাল

    বাংলায় তৃণমূলের দুর্গ অটুট রাখা, বিরোধীদের চক্রান্তকে দমন করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরও দৃঢ় করার বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ



  • Jul 21, 2024 10:33 IST
    সভা শুরুর আগেই দেদার ভুঁড়িভোজে সামিল কর্মী-সমর্থকরা

    সভা শুরুর আগেই দেদার ভুঁড়িভোজে সামিল কর্মী-সমর্থকরা

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ



  • Jul 21, 2024 10:24 IST
    সভামঞ্চে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম আট তৃণমূল কর্মী

    ভাঙ্গরের ঘটকপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল গাড়ি। জখম ৮ তৃণমূল কর্মী সমর্থক। তাদের নিকটবর্তী হাসপাতালের ভর্তি করা হয়েছে।



  • Jul 21, 2024 10:04 IST
    বৃষ্টি শুরু কলকাতায়

    তাল কাটল ২১ জুলাই সমাবেশের। শুরু হল বৃষ্টি। বৃষ্টির জেরে ভিড়ের চেনা ছবিতে কিছুটা ছেদ পড়েছে। তবে সভায় নতুন চমকের অপেক্ষায় কর্মী-সমর্থকরা।



  • Jul 21, 2024 10:00 IST
    মঞ্চে সুব্রত বক্সী

    সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ধর্মতলার মূল সভাস্থলে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা মঞ্চে হাজির হয়েছেন। মঞ্চে এসে পৌঁছেছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। একেবারে সামনের সারিতে বসার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে দিয়েছে। শহীদ স্মরণের পাশাপাশি আজ তৃণমূলের বিজয় দিবস। সব মিলিয়ে আরেক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ধর্মতলা। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কর্মী-সমর্থকরা মূল মঞ্চের সামনে হাজির হয়েছেন।

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ



  • Jul 21, 2024 09:56 IST
    মঞ্চে সুব্রত বক্সী

    সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ধর্মতলার মূল সভাস্থলে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা মঞ্চে হাজির হয়েছেন। মঞ্চে এসে পৌঁছেছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। একেবারে সামনের সারিতে বসার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে দিয়েছে। শহীদ স্মরণের পাশাপাশি আজ তৃণমূলের বিজয় দিবস। সব মিলিয়ে আরেক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ধর্মতলা। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কর্মী-সমর্থকরা মূল মঞ্চের সামনে হাজির হয়েছেন।

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ



  • Jul 21, 2024 09:39 IST
    সভামঞ্চে ভিড় জমতে শুরু করেছে

    বেলা যত এগোচ্ছে, ততই মানুষের ঢল নামতে শুরু করছে ২১ জুলাইয়ের সভামঞ্চ ঘিরে। ২৬-র নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো? সকলের নজর এখন সেদিকেই।

    লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ে দলের মনোবল এখন তুঙ্গে। এদিনের মঞ্চে হাজির থাকতে পারেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে কী কী বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী রাজনৈতিক মহলের নজর এখন সেদিকে।



  • Jul 21, 2024 09:31 IST
    শিয়ালদহ স্টেশনে কর্মী সমর্থকদের ভিড়

    ২১ শে জুলাই একাধারে শহীদ তর্পন। পাশাপাশি লোকসভা-বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্যে কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাসের ছবি। শিয়ালদহ স্টেশনে সকাল থেকেই ভিড় করেছেন কর্মী-সমর্থকরা। এক্সপ্রেস ছবি-শশী ঘোষ



  • Jul 21, 2024 09:16 IST
    গিটারের ছন্দে 'দিদি বন্দনা', ধর্মতলায় জনজোয়ার

    রেল-সড়কপথের পাশাপাশি জলপথেও কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। শিয়ালদহ স্টেশনে বোম্ব স্কোয়াডের সদস্যরা। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি। রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে ধর্মতলায় এসে পৌঁছেছেন ৫ যুবক। হাওড়া স্টেশনের ছবিটাও মোটামুটি এক। জেলা থেকে একে একে ট্রেন হাওড়ায় পৌঁছাতে শুরু করেছে। হাতে দলীয় পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সভামঞ্চে পায়ে পা মেলাতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকরা। মিছিলে লক্ষ্মীর সাজ তো রয়েছেই।



  • Jul 21, 2024 09:13 IST
    গিটারের ছন্দে 'দিদি বন্দনা', ধর্মতলায় জনজোয়ার

    রেল-সড়কপথের পাশাপাশি জলপথেও কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। শিয়ালদহ স্টেশনে বোম্ব স্কোয়াডের সদস্যরা। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি। রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে ধর্মতলায় এসে পৌঁছেছেন ৫ যুবক। হাওড়া স্টেশনের ছবিটাও মোটামুটি এক। জেলা থেকে একে একে ট্রেন হাওড়ায় পৌঁছাতে শুরু করেছে। হাতে দলীয় পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সভামঞ্চে পায়ে পা মেলাতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকরা। মিছিলে লক্ষ্মীর সাজ তো রয়েছেই।



  • Jul 21, 2024 09:03 IST
    সকাল সকাল ভুড়িভোজ

    সকাল থেকে ভুড়ি ভোজের ব্যবস্থা। ধর্মতলার 'হট কেক' লক্ষ্মী ভাণ্ডার টুপি । দেদার বিকোচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া টুপি, চাব্বির রিং, জেলা থেকে যারা আসছেন তাদের জন্য ভুড়িভোজের ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। মেনুতে থাকছে ভাত, ডাল, আলুভাজা, তরকারি, মাছ, মাংস।



  • Jul 21, 2024 08:59 IST
    শহিদ তর্পনের পাশাপাশি 'মেগা জয়' সেলিব্রেশন

    শহিদ তর্পনের পাশাপাশি 'মেগা জয়' সেলিব্রেশন। ২১-এর মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি আজকের মঞ্চ থেকে দেওয়া হতে পারে 'শুদ্ধিকরণের' বার্তা। আজ রবিবার ছুটির দিন হওয়ায় সভা ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনার ছবিটা একেবারে স্পষ্ট। আজকের সমাবেশের মঞ্চ থেকে ২৬-এর বিধানসভা ভোটের রণকৌশলও ঠিক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শহর কলকাতা জুড়ে উৎসবের মেজাজ।



  • Jul 21, 2024 08:48 IST
    হাওড়া-শিয়ালদহ স্টেশনে জনজোয়ার

    ইতিমধ্যে ২১ জুলাই সমাবেশ মঞ্চে যাওয়ার উদ্দেশ্যে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের ছবিটা স্বাভাবিকভাবে বাড়বে। ট্রেনের পাশাপাশি স্থলপথ, জলপথেও ধর্মতলামুখী দলীয় কর্মী-সমর্থকরা।



  • Jul 21, 2024 08:43 IST
    যানযটের সমস্যা নেই জানাল কলকাতা পুলিশ

    আজ রবিবার ছুটির দিন হওয়ার কারণে এমনিতেই সকাল থেকে কলকাতার রাস্তায় যান চলাচল তুলনামূলক কম। ফলে শহরে যানযটের তেমন সম্ভাবনা নেই বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। মিছিলের রাস্তা বন্ধ থাকলেও বিকল্প পথ খোলা থাকছে বলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।



  • Jul 21, 2024 08:42 IST
    যানযটের সমস্যা নেই জানাল কলকাতা পুলিশ

    আজ রবিবার ছুটির দিন হওয়ার কারণে এমনিতেই সকাল থেকে কলকাতার রাস্তায় যান চলাচল তুলনামূলক কম। ফলে শহরে যানযটের তেমন সম্ভাবনা নেই বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। মিছিলের রাস্তা বন্ধ থাকলেও বিকল্প পথ খোলা থাকছে বলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।



  • Jul 21, 2024 08:40 IST
    মঞ্চে থাকছেন অখিলেশ যাদব

    একুশের মঞ্চে হাজির থাকছেন অখিলেশ যাবদ। ট্যুইট করে সেখবর নিশ্চিত করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ।



  • Jul 21, 2024 08:26 IST
    ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার লক্ষ্যে কী বার্তা মমতার, নজর সকলের

    লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য, পাশাপাশি চার বিধান সভা উপনির্বাচনে জয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণকে আরও জোরদার করার লক্ষ্যে ধর্মতলা থেকে কী বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর সকলের। এদিকে আজ শহীদ দিবসের বিশেষ অথিতি অখিলেশ যাদব। সেক্ষেত্রে আজকের ২১-এর মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করার বার্তা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Jul 21, 2024 08:15 IST
    ২১ জুলাই শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

    আভাওয়া দফতর সূত্রে খবর ২১ জুলাই রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে নিন্মচাপের ফলে দক্ষিণের একাধিক জেলায় থাকছে টানা বৃষ্টির সম্ভাবনা



  • Jul 21, 2024 08:12 IST
    ২১ জুলাই মঞ্চ মাতানোর আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল সুপ্রিমোর, কী লিখলেন?

    ২১ জুলাই মঞ্চ মাতানোর আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম"।



  • Jul 21, 2024 07:54 IST
    সভার জন্য বিশেষ ক্যাম্প

    তৃণমূলের একুশের শহিদ সভায় যোগ দিতে কলকাতায় কাতারে কাতারে ভিড় জেলার তৃণমূল কর্মী-সমর্থকদের। তাঁদের জন্যই শিয়ালদহ ও হাওড়া স্টেশনের বাইরে বিশেষ ক্যাম্পের বন্দোবস্ত শাসকদলের।



  • Jul 21, 2024 07:49 IST
    গঙ্গাসাগর থেকে সভার পথে

    আজ তৃণমূলের একুশে জুলাইয়ের সভা। কলকাতার ধর্মতলার শহিদ সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদীপথে ভেসেলে রওনা শ'য়ে-শ'য়ে তৃণমূল কর্মী-সমর্থকদের।



  • Jul 21, 2024 07:41 IST
    ছাতা মাথায় সভায়

    সকালে হালকা বৃষ্টি কলকাতার ধর্মতলার সভাস্থলে। ছাতা মাথায় নিয়েই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



  • Jul 21, 2024 07:36 IST
    গঙ্গাসাগর থেকে সভার পথে

    আজ তৃণমূলের একুশে জুলাইয়ের সভা। কলকাতার ধর্মতলার শহিদ সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদীপথে ভেসেলে রওনা শ'য়ে-শ'য়ে তৃণমূল কর্মী-সমর্থকদের।



  • Jul 21, 2024 07:19 IST
    সভার আগে ডিম-ভাত

    আজ ২১ জুলাইয়ের শহিদ সভা। তার আগে তৃণমূলের উদ্যোগে কর্মী-সমর্থকদের ডিম-ভাত খাওয়ানোর আয়োজন।



  • Jul 21, 2024 07:16 IST
    সভার প্রস্তুতি দেখতে অনুপস্থিত অভিষেক

    গতকাল একুশের সভার প্রস্তুতি দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা হাজির ছিলেন। তবে সেখানে দেখা যায়নি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ সভায় সক্রিয় ভূমিকায় দেখা যাবে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে?



  • Jul 21, 2024 07:14 IST
    আসতে পারেন অখিলেশ

    ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর আজ তৃণমূলের প্রথম একুশের সভা। এই জনসভায় থাকতে পারেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ যাদব আসবেন।



  • Jul 21, 2024 07:10 IST
    সভার জন্য যান নিয়ন্ত্রণ

    আজ তৃণমূলের শহিদ সভাকে কেন্দ্র করে কলকাতা একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড, বিধান সরণির দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, হেয়ার স্ট্রিট, রাজা উডমন্ট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, বিকে পাল অ্যাভিনিউ, লালবাজার স্ট্রিট, রবীন্দ্র সরণিতে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ।



abhishek banerjee martyr's day july 21 shahid diwas 2024 TMC martyr's day tmc Mamata Banerjee
Advertisment