TMC Martyrs Day 21st July in Kolkata Updates: শুরুতে অভিষেক, তারপর মমতা। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে ২১শের মঞ্চ থেকে কেন্দ্রকে দুষল তৃণমূল নেতৃত্ব। সেখানেই শেষ নয়, রাজ্যার বকেয়া আদায়ে গান্ধী জয়ন্তীতে 'দিল্লি চলো'র ডাক দিলেন তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী রাজ্য, জেলায় জেলায় বিজেপি নেতা, কর্মীদের বাড়ি ঘেরাওয়েরও ডাক দেন। এরপরই বলতে উঠে ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা তাৎপর্যবাহী। মমতার মুখে সেই 'খেলা হবে'। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে বাংলা 'একার পায়ে' দাঁড়িয়ে নিজেই করাবে কাজ। ২১শের শহিদ মঞ্চে মমতা বলেন, 'যতদিন আপনি একশো দিনের কাজের টাকা আমাদের ফেরত না দিচ্ছেন, মানুষ কি কাজ করবে না? করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি। আমিও সেটা নিয়ে ভাবছি।' তারপরই তাঁর ঘোষণা, 'একশো দিনের কাজ বন্ধ করলেও মনে রাখবেন, আমরা আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করিয়ে দিয়েছি। আমরা যদি ২৬ দিনের কাজ করাতে পারি। তাহলে মনে রাখবেন, বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে ১০০ দিন না হলেও, ৪০-৫০ দিনের কাজ করাতেই পারে। একটা কর্মসূচি আমরা আগামী দিন নেব। বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব খেলা হবে। গরিব মানুষ যাতে কাজ পায়, তা মাথায় রেখেই এই কর্মসূচি।'
এই ঘোষণার সঙ্গেই একুশের ভরা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে বদল আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যজুড়ে বুথে-বুথে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক। ঠিক তার পরক্ষণেই মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘোষিত কর্মসূচিতে বদলের কথা জানান। অভিষেকের ঘোষণা ছিল, 'আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন।'যা সংশোধন করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বুথস্তরে নয়, ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচি চলবে। যাতে কেউ অবরুদ্ধ বলতে না পারে।'
পঞ্চায়েতে হিংসার ঘটনা নিয়েও এদিন মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন এই হিংসা? কে খুন করল? বিরোধীদের তোপ দাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। তবে সব ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে। সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে বিজেপি। ওরা আমাদের বিরুদ্ধে কথা না বললে আয়করের হানা হবে। পঞ্চায়েত নির্বাচনের সমস্যা হল একটা বাড়িতে ৪ জন দাঁড়া। বাপ-ছেলে, মা-মেয়েতে ঝামেলা হয়। এটা সামাজিক সমস্যা। ভাঙড়ে হাঙররা গোলমাল করেছে। তৃণমূলের ১৮ জন খুন হয়েছে। বিজেপির ৩ জুন খুন হয়েছে। সিপিএম-এর ৩ জন খুন হয়েছে। আমরা প্রতি পরিবারকে ২ লাখ টাকা করে দিচ্ছি এবং প্রতি পরিবারকে একজনকে হোমগার্ডের চাকরি দেব। এখনও পর্যন্ত ২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কংগ্রেস কর্মী- কে খুন করল?
সেই সঙ্গেই মণিপুর ইস্যুতে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, 'মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের (বিজেপি) ক্ষমতাচ্যুত করবে।' এরপরই সর্বভারতীয়স্তরে বিজেপি বিরোধীতায় বিরোধীদের ঐক্যবদ্ধভাবে 'ইন্ডিয়া' গঠন নিয়ে নিজের সন্তুষ্টির কথা স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। বললেন, '২৪-এর আগে একটা জোট তৈরি করতে পেরে আমি খুশি। সব লড়াই সেই জোটের ব্যানারে হবে। আমারা চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক।
আ
-
Jul 21, 2023 14:19 ISTবিজেপির ভয়ঙ্কর 'ষড়যন্ত্র' ফাঁস মমতার
বিজেপির ভয়ঙ্কর 'ষড়যন্ত্র' ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বঙ্গবাসীকে সতর্ক করে বললেন, 'আমি সবাইকে বলে দিতে চাই, বিজেপি পরিকল্পনা হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে ফেক ভিডিয়ো করবে, পুলওয়ামার মতো, সিনেমার মতো। সেই ভিডিয়ো করে বাংলাকে অসম্মান করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর কথা থেকেই এই স্পষ্ট। তিনি মণিপুর নিয়ে বলতে গিয়ে বাংলার, ছত্তিশগড় নিয়ে বলেছেন। এটা আগে থেকে পরিকল্পিত।'
-
Jul 21, 2023 14:16 ISTইস্যু মণিপুর, মমতা-কেজরি কথা
মণিপুরে মুখ্যমন্ত্রীদের দল নিয়ে পরিদর্শনে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানান, তাঁর এই প্রসঙ্গে নিয়ে কথা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এদিকে নিজের ভাষণ শেষে মণিপুরের হিংসায় শোক প্রকাশ করে এক মিনিটের নীরবতা পালন করার আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Jul 21, 2023 14:04 IST১০০ দিনের কাজ প্রকল্প এবার 'খেলা হবে'
১০০ দিনের কাজের টাকা আটকানো নিয়ে বারংবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। কেন্মদ্ঞ্চর টাকা আটকালেও ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ হবে না। ২১শের মঞ্চ থেকে মমতা জানালেন, এবার বাংলার সরকারের টাকাতেই ১০০ দিনের কাজ হবে, সেই পরিকল্পনা পাকা। সেই স্কিমের নাম হবে, 'খেলা হবে'।
-
Jul 21, 2023 13:58 ISTখুনী কে? প্রশ্ন মমতার
'এখনও পর্যন্ত ২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কংগ্রেস কর্মী- কে খুন করল?' প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
Jul 21, 2023 13:55 ISTভাঙড়ে হাঙরদের গোলমাল'
মমতা বললেন, 'ভাঙড়ে হাঙররা গোলমাল করেছে। তৃণমূলের ১৮ জন খুন হয়েছে। বিজেপির ৩ জুন খুন হয়েছে। সিপিএম-এর ৩ জন খুন হয়েছে। আমরা প্রতি পরিবারকে ২ লাখ টাকা করে দিচ্ছি এবং প্রতি পরিবারকে একজনকে হোমগার্ডের চাকরি দেব।'
-
Jul 21, 2023 13:54 ISTপঞ্চায়েতে কেন হিংসা? ব্যাখ্যা দিলেন মমতা
'পঞ্চায়েত নির্বাচনের সমস্যা হল একটা বাড়িতে ৪ জন দাঁড়া। বাপ-ছেলে, মা-মেয়েতে ঝামেলা হয়। এটা সামাজিক সমস্যা।' বললেন মমতা।
-
Jul 21, 2023 13:52 ISTপঞ্চায়েতে হিংসা বিক্ষিপ্ত ঘটনা'
মমতার দাবি, 'পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। তবে সব ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে। সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে বিজেপি। ওরা আমাদের বিরুদ্ধে কথা না বললে আয়করের হানা হবে।'
-
Jul 21, 2023 13:50 ISTমমতার সন্তুষ্টি
'২৪-এর আগে একটা জোট তৈরি করতে পেরে আমি খুশি। সব লড়াই সেই জোটের ব্যানারে হবে। আমারা চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক।' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Jul 21, 2023 13:40 ISTমণিপুর ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, 'মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে।'
-
Jul 21, 2023 13:31 ISTতৃণমূলের 'দিল্লি চলো' কবে?
বকেয়া আদায়ে আগেই দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে সেই কর্মসূচির দিন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'মুখে থাকবে বাংলার বকেয়া ছিনিয়ে আনার ডাক। বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ওই দিনই দিল্লি যাব আমরা। আপনাদের সঙ্গে যাব আমিও।'
-
Jul 21, 2023 13:09 IST২১শের সভামঞ্চে মমতা
ধর্মতলার সভামঞ্চে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
-
Jul 21, 2023 12:47 ISTবাড়িতে কী করছেন মমতা?
১৯৯৩ সালের ২১জুলাই শহিদ হয়েছিলেন যুব কংগ্রেসের ১৩ জন কর্মী। তাঁদের স্মৃতি তপর্ণে প্রতিবছর শহিদ দিবস পাল করে তৃণমূল। ধর্মতলার মঞ্চে বক্তব্য পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এবার কালীঘাটে নিজের বাড়িতেই সেই সব শহিদদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী।
Honouring the bravehearts!
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023
Today, on #ShahidDibas, Hon’ble Chairperson @MamataOfficial met the families of the valiant martyrs who sacrificed their lives while fighting an oppressive regime on 21st July 1993.
Their indomitable spirit shall forever remain etched in our hearts! pic.twitter.com/Wp3bH9pBo8 -
Jul 21, 2023 12:29 ISTমঞ্চে অভিষেক
২১শে জুলাইয়ের মঞ্চে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jul 21, 2023 12:12 ISTতৃণমূলের মঞ্চে শুভাপ্রসন্ন
২১শে তৃণমূলের ধর্মতলার মঞ্চে শিল্পী শুভাপ্রসন্ন। ছবি- পার্থ পাল
-
Jul 21, 2023 12:06 ISTপ্রস্তুতি সাড়া, অপেক্ষা নেত্রীর বার্তার
সভাস্থল জমজমাট
-
Jul 21, 2023 11:10 ISTডিম-ভাত নয়, জমিয়ে চলছে মাংস রান্না
তৃণমূলের সভা মানেই ডিম-ভাত। গত কয়েক বছর ধরে এই রেওয়াজ ছিল। কিন্তু এবার তাতে বদল। চড়ুইভাতির আনন্দে দূরদুরান্ত থেকে কলকাতায় এসেছেন অগনিত তৃণমূল কর্মী, সমর্থক। শহরের বুকেই চলছে মাংস-ভাত রান্না। সঙ্গে রয়েছে আরও পদের আয়োজন। ছবি- শশী ঘোষ
-
Jul 21, 2023 10:55 ISTমমতার শ্রদ্ধাঞ্জলি
কী বলছেন মমতা?
-
Jul 21, 2023 10:52 ISTশহিদ দিবসে অভিষেকের বার্তা
টুইট বার্তা অভিষেকের
#ShahidDibas, a day of resilience, evokes countless emotions in our hearts!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2023
Today, Bengal pays homage to the 13 gallant martyrs who sacrificed their lives while fighting tyrannical forces and upholding democratic ethos.
Inspired, I shall keep working towards a just society. -
Jul 21, 2023 10:36 ISTধর্মতলায় অভিনবত্ব
চন্দ্রযানেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভাস্থলে নজর কাড়ছে এই রকেট। ইতিমধ্যেই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে থিকথিকে ভিড়। যা ক্রমশ জনজোয়ারে পরিণত হওয়ার অপেক্ষা। পড়ুন সবিস্তারে
-
Jul 21, 2023 09:48 ISTধর্মতলায় শুধুই কালো মাথা
ভিড় জমছে শহিদ মঞ্চের সামনে। ছবি- সায়ন সরকার
-
Jul 21, 2023 09:25 ISTশহরে সারি সারি পুলিশ
নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তিলোত্তমা, বিশেষ করে মধ্য কলকাতা। ছবি- সায়ন সরকার
-
Jul 21, 2023 09:18 ISTএকুশের সকালের কোলাজ
বেলা বাড়তেই শিয়ালদহে ভিড় বাড়ছে তৃণমূল কর্মী, সমর্থকদের। ছবি- শশী ঘোষ
-
Jul 21, 2023 08:48 ISTশহিদ মঞ্চের সঙ্গে পৃথক বেদী, কেন?
পঞ্চায়েত নির্জবাচনে দলের ৩০ জনের বেশি কর্মী মারা গিয়েছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেত্রীর নির্দেশ মতো এদিন নিহতদেরও শ্রদ্ধা জানানো হবে। এ জন্য আলাদা বেদী প্রস্তুত হয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সেখানেই পঞ্চায়েত নির্বাচনী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
-
Jul 21, 2023 08:13 IST২১ জুলাই 'শহিদ দিবস' কেন, কী ঘটেছিল সেদিন?
এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল, ২১ জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নানাবিধ নাটকীয় উত্থান-পতন। বিগত দু'দশক ধরে এই দিনটিই তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটির তাৎপর্য তৃণমূলে ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। ২০১১ সালের ১৩ মে (বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল) ৩৪ বছরের বাম শাসনে ধস নামিয়ে রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনও বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পড়ুন বিস্তারিত
-
Jul 21, 2023 08:06 ISTমেট্রোয় বাড়তি কাউন্টার
২১শে জুলাই, তৃণমূলের শহিদ দিবসে ধর্মতলামুখী ভিড়ের কথা মাথায় রেখে বেশ কয়েকটি বিষয়ে তৎপর হচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। নামছে অতিরিক্ত আরপিএফ, কিউআরটি-সহ বাড়তি নিরাপত্তা বাহিনী। এ দিন দিনভর মেট্রো পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন ও মসৃণ থাকে, তার জন্য এই ব্যবস্থা। এমনকী ভিড় সামলাতে স্টেশনগুলিতে খোলা হয়েছে বাড়তি টিকিট কাউন্টার।
-
Jul 21, 2023 07:52 ISTকলকাতায় কোন পথে মিছিল? কোন রাস্তা বন্ধ? কোথায় পার্কিং?
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ শহর কলকাতায় ভিড় জমাচ্ছেন জোড়া-ফুলের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই কলকাতা শহরে ভিড় বাড়ছে জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের। আর কিছুক্কষণের মধ্যেই শহরেরও বিভিন্ন এলাকা থেকে ধর্মতলার শহিদ সমাবেশে ভিড় ভেঙে পড়বে তৃণমূল অনুগামীদের। আর সেই ভিড় সামাল দিতে আজ, শুক্রবার মহানগগরীর বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক বন্ধ। জানুন ট্রাফিক আপডেট... পড়ুন বিস্তারিত
-
Jul 21, 2023 07:37 ISTগন্তব্য ধর্মতলা
বাংলায় সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। জয়ের আবহেই আজ ২১ জুলাই পালন করছে তৃণমূল। তবে ভোট চলাকালীন যে সব কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের কথা মাথায় রেখে এবার 'শহিদ দিবসে'র সঙ্গেই 'শ্রদ্ধা দিবস' পালন করছে জোড়-ফুল শিবির। ভোরের আলো ফুটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলার দিকে আসতে শুরু করেছেন।