এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বাড়িরই এক মহিলাকে প্রথমে সাপে কামড়ায়। খোঁজাখুঁজিতে ওই বাড়ির পাশ থেকেই চারটে বাচ্চা সাপ ধরেন স্থানীয়রা। এপর্যন্ত ঠিকই ছিল। এরপরের ঘটনা যা ঘটল তা মনে করলেই শিউরে উঠছেন এ বাড়ির সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। এলাকাবাসারীই খবর দিয়েছিলেন এক সর্প বিশারদকে। তিনি এসে গর্ত খুলতেই সবার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়! ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানা এলাকার।
Advertisment
কী বেরোল গর্ত থেকে?
একটা-দুটো নয়, গর্ত খুলতেই পরপর বেরিয়ে এল ২২টি গোখরো সাপ। বকুলতলা থানা এলাকার মিনতি রুইদাস নামে এক মহিলাকে হঠাৎই একটি সাপে কামড়ে দেয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় আরও সাপ থাকার আশঙ্কা করে এরপর স্থানীয় বাসিন্দারা দক্ষিণ বারাসতের এক সর্প বিশারদ সমরেন্দ্র চক্রবর্তীকে খবর দেন।
পরে ওই বাড়িতে এসে একটি গর্তের মুখে শক্ত কিছু দিয়ে নাড়াচাড়া করতে থাকেন সমরেন্দ্রবাবু। মুহূর্তে দলা পাকাতে পাকাতে পরপর ২২টি বিষধর গোখরো সাপ বেরিয়ে আসে সেই গর্ত থেকে। সাপের বাচ্চাগুলিকে একে একে একটি জারের মধ্যে রাখেন সমরেন্দ্রবাবু। তিনিই গোটা ঘটনা এরপর জানান বনদফতরে। খবর পেয়ে মথুরাপুর বিট অফিসের কর্মীরা এলাকায় পৌঁছোন। ওই সাপগুলি তাঁরা উদ্ধার করে নিয়ে যান।
Advertisment
উদ্ধারের সাপের বাচ্চাগুলিকে একটি জারের মধ্যে রাখা হয়েছে।
একসঙ্গে ২২টি গোখরো এর আগে তিনি কখনও উদ্ধার করেননি বলে জানিয়েছেন সমরেন্দ্র চক্রবর্তী নামে ওই সর্প বিশারদ। এই সাপ উদ্ধারের সময় প্রথমে তিনিও কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন। মনের সাহসে এরপর একে একে ২২টি সাপকেই তিনি গর্ত থেক বের করে জারের মধ্যে পুরে ফেলেন।
একসঙ্গে ২২টি গোখরো উদ্ধারের পর কী বললেন ওই সর্প বিশারদ?
সর্প বিশারদ সমরেন্দ্র চক্রবর্তীর কথায়, "বিকেল ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লেগে গেছে। মা সাপটি ডিম পেড়েছিল। গর্ত থেকে প্রচুর ডিম পেয়েছি। গর্ত খুলে সাপগুলিকে উদ্ধার করি। সাপগুলিকে জারে ভর্তি করে রেখেছি। এর আগেও এই এলাকা থেকে সাপ উদ্ধার হয়েছে। তবে একসঙ্গে ২২টি সাপ উদ্ধারের ঘটনা এই প্রথম। সাপ নিয়ে এলাকায় এর আগে সচেতনতামূলক প্রচার চালানো হয়। তারই ফল মিলল এবার। এলাকার মানুষকে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রচারটা কাজে লেগেছে।"
অন্যদিকে, এই ২২টি গোখরো সাপ উদ্ধারের পর বনকর্মীদের হাতে তুলে দিয়েছেন সমরেন্দ্র চক্রবর্তী। বনকর্মী অমিত গায়েন বলেন, "মথুরাপুর বিটে উনি খবর দিয়েছিলেন। আমরা এই সাপগুলি উদ্ধার করে নিয়ে যাব। প্রথমে ওঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। সুস্থ থাকলে সাপগুলিকে যথা জায়গায় ছেড়ে দেওয়া হবে।"