Advertisment

টাকায় কেনা চাকরি? তলব পেয়েই CBI দফতরে ২৩ প্রাথমিক শিক্ষক

কোচবিহারের ২৩ জন প্রাথমিক শিক্ষককে একইসঙ্গে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
23 primary teacher at cbi office

সিবিআই দফতরে ২৩ জন প্রাথমিক শিক্ষক।

এবার কোচবিহারের ২৩ জন প্রাথমিক শিক্ষককে একইসঙ্গে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের চাকরি সংক্রান্ত সব নথি নিয়ে বৃহস্পতিবার নিজাম প্যালেসের দফতরে ডেকে পাঠিয়েছিল সিবিআই। নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকালে কলকাতায় সিবিআই দফতরে আসেন শিক্ষকরা।

Advertisment

এর আগে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকেও ডাক পড়েছিল প্রাথমিক শিক্ষকদের। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি হয়েছে বহু চারিপ্রার্থীর। সম্প্রতি টাকা দিয়ে চাকরি মেলার অভিযোগে মুর্শিদাবাদের চার শিক্ষককে গ্রেফতার করেছে সিবিআই। গতকালও বাঁকুড়ার সাত শিক্ষককে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সিবিআই অফিসে ডাক পড়েছে একসঙ্গে ২৩ প্রাথমিক শিক্ষকের। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের স্বার্থেই এই ২৩ জনকে তাঁদের চাকরি সংক্রান্ত সব নথি নিয়ে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, টাকার বিনিময়ে রাজ্যের কোথায় কোথায় কত চাকরি হয়েছে তা খুঁজে বের করতে কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- বেড়াল ভেবে ছোট্ট ছানার প্রতিপালন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে!

সেই সংক্রান্ত রিপোর্ট অগাস্ট মাসের মধ্যেই উচ্চ আদালতে জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। সেই কারণেই এবার টাকার বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের খুঁজে বের করতে চূড়ান্ত তৎপরতা নিচ্ছে সিবিআই। এবার কোচবিহারের ২৩ জন প্রথামকি শিক্ষককে নোটিশ পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, তাঁরা ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুন- নেই শিক্ষক-লাটে লেখাপড়া, তালা ঝুলল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে, বন্ধের মুখে শিশুশিক্ষা কেন্দ্র

এই ২৩ জন পরীক্ষা দিয়ে পাশ করার পর নিয়মমাফিক পথে চাকরি পেয়েছিলেন নাকি এরাঁও টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেটাই খুঁজে বের করতে চাইছে সিবিআই। গতকাল বাঁকুড়ার সাত শিক্ষককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

cbi ED Recruitment Scam West Bengal Primary TET
Advertisment