/indian-express-bangla/media/media_files/2025/07/19/trump-claims-5-jets-down-india-pakistan-conflict-trf-declared-terror-outfit-2025-07-19-14-02-30.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
India illegal immigrants: চলতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে বসবাসকারী ২,৭৯০ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরানো হয়েছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার পাশাপাশি ব্রিটেন থেকে অবৈধ ভাবে বসবাসকারী প্রায় শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রণধীর জয়সওয়াল আরও জানান, “জানুয়ারি থেকে ২,৭৯০ জন ভারতীয় নাগরিককে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের মানদণ্ড পূরণ করেননি, তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। এই সকল ব্যক্তিরা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। তাদের পরিচয় যাচাই করার পরেই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
তিনি এদিন বলেন, প্রত্যেক নাগরিকের পরিচয়পত্র এবং নাগরিকত্ব নিশ্চিত করার পরেই তাঁদের দেশে ফেরানোর অনুমতি দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি ভারত ও মার্কিন প্রশাসনের মধ্যে আইনগত ও কূটনৈতিক প্রোটোকল মেনে সম্পন্ন হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, অবৈধভাবে বিদেশে বসবাসরত ভারতীয়দের শুধু আমেরিকা নয়, ব্রিটেন থেকেও বহিষ্কার করা হয়েছে। “ব্রিটেন থেকে প্রায় ১০০ জন ভারতীয় নাগরিককে তাদের পরিচয় যাচাইয়ের পর ফেরত পাঠানো হয়েছে,” ।
আরও পড়ুন- Abhishek Banerjee:শুরু SIR, তৈরি অভিষেকও! ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের 'সুপারটনিক' আজই
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ প্রমাণ করে যে ভারত ও অন্যান্য দেশ অবৈধ অভিবাসন রোধে আরও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়া ভারতীয় নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কোভিড পরবর্তীকালে আমেরিকা ব্রিটেনের মতো দেশগুলো এখন অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে, এবং ভারতও সেই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ভারতসহ বিভিন্ন দেশের যেসব নাগরিক সেখানে অবৈধভাবে অবস্থান করছেন, তাঁদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us