Advertisment

ইন্সুরেন্সের টোপ দিয়ে ফোন, নিমেষে সাবাড় ব্যাঙ্কের টাকা, অভিনব প্রতারণার পর্দাফাঁস!

এবার হেল্থ ইন্সুরেন্সের নামে ফোন করে অভিনব কায়দায় প্রতারণা।

author-image
IE Bangla Web Desk
New Update
3 arrested for cheating foreign nationals in the name of free insurance

প্রতারকদের গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত বেশ কিছু সরঞ্জাম।

এবার হেল্থ ইন্সুরেন্সের নামে ফোন করে প্রতারণা। এরাজ্যে বসেই আন্তর্জাতিক প্রতারণা চক্রের ফাঁদ পাতা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে পুলিশি অভিযান। তাতেই ধরা পড়ে যায় প্রতারকরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের ঘটনা।

Advertisment

এবার বিদেশিদের ফ্রি হেলথ ইন্সুরেন্সের টোপ দিয়ে অভিনব কায়দায় প্রতারণা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল সেন্টারের হদিশ। এই কল সেন্টার থেকেই বিদেশিদের ইন্সুরেন্সের টোপ দিয়ে প্রতারণা করা হতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরের মল্লিকপুরের ওই এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তিনজনকে।

আরও পড়ুন- ‘গৌতম দেব ও আমার কথাই সত্যি হবে’, অভিষেককে যা নয় তাই বললেন শুভেন্দু!

ধৃতদের কাছে থেকে ল্যাপটপ, কম্পিউটার, হেডফোন, মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জামও। পুলিশ সূত্রে খবর, মল্লিকপুরের এই এলাকা থেকেই বিদেশিদের ফোন করা হতো। বিনামূল্যে হেলথ ইন্সুরেন্সের টোপ দেওয়া হতো তাঁদের। এরপর নানা অছিলায় তাঁদের ব্যাঙ্কের তথ্য বা কার্ড নম্বর জেনে নিমেষে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা সাবাড় করে দিত প্রতারকরা। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়।

South 24 Pgs West Bengal Arrested
Advertisment