New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/bangaldesh-border-image-759.jpg)
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
3 arrested for trying to smuggle buffaloes dressed as BSF on India-Bangladesh border in Malda: BSF-এর পোশাক পরে বাংলাদেশে মোষ পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে গেল তিনজন। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। দুটি মোষ উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে একটি নকল বন্দুক ও ধারালো অস্ত্র। ঘটনাটি মালদার হবিবপুর থানার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের পান্নাপুর সীমান্তের। এই ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
BSF সূত্রে জানা গিয়েছে, আটক তিনজনকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া মোষগুলিকে ই-ট্যাগিংয়ের পরে তুলে দেওয়া হয়েছে একটা সংস্থার হাতে। বুধবার রাতে বেশ কয়েকজন পাচারকারী বিএসএফ-এর পোশাক পরে ভারতে থেকে বাংলাদেশে মোষ পাচারের চেষ্টা করছিল। সেই সময় ওই সীমান্ত এলাকায় প্রহরারত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা ঘটনাটি দেখতে পেয়ে যা। তাঁরাই ধাওয়া করে তিন ভারতীয় পাচারকারীকে আটক করে।তাদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বেড়েছে। কোনওভাবেই যাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ না হতে পারে সেব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, পাচারকারীরা গুগল লোকেশন ব্যবহার করে মাদক পাচারে সক্রিয় হয়েছে। যদিও BSF-ও কড়া নজরদারি রাখছে। তবে এবার খোদ BSF-এর পোশাক করে এমন পাচার উদ্বেগের কারণ হয়ে উঠছে। রাতের অন্ধকারে এক্ষেত্রে অনেক সময়েই বিভ্রান্তি তৈরির আশঙ্কা বাড়ছে।
আরও পড়ুন- Mongalkote: তৃণমূলের দাপুটে নেতাকে পিষে দিল গাড়ি, খুন না দুর্ঘটনা? সাংঘাতিক অভিযোগ বিধায়কেরই
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগকারী অফিসার নীলোৎপল কুমার পাণ্ড বলেন, "চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক এবং অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানের যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করতে আমরা প্রস্তুত।"