Advertisment

দোলুয়াখাকি গ্রামে আগুন-ভাঙচুর, পুলিশের জালে ৩, ভয়ঙ্কর বার্তা মদনের!

অবশেষে জয়নগরের দোলুয়াখাকি গ্রামে আগুন লাগানো-ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
3 arrested in case of setting fire in Doluakhaki village of Jayanagar

দোলুয়াখাকি গ্রামে আগুন-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩।

অবশেষে জয়নগরের দোলুয়াখাকি গ্রামে আগুন লাগানো-ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোলুয়াখাকি গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগানো এবং ভাঙচুরের ঘটনায় এই ৩ জন গ্রেফতার। 'বগটুইও ঠান্ডা হয়ে গেছে জয়নগরও ঠান্ডা হবে।' তৃণমূল নেতা মদন মিত্রের মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে।

Advertisment

জয়নগরের বামনগাছিতে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের বদলা হিসেবে পাল্টা ভাঙচুর- আগুন এমনকী পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। বামনগাছি থেকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরে দোলুয়াখাকি গ্রামে গিয়ে পড়ে রোষ। এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার ৭ দিন পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, এই ৩ জনেরই বাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনার সঙ্গে যোগ রয়েছে। ধৃতরা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত।

বামনগাছিতে তৃণমূল নেতা খুনে সিপিএমের এক নেতা-সহ মোট ৩ জনকে পুলিশ আগেই গ্রেফতার করেছে। তবে এতদিন দোলুয়াখাকি গ্রামে আগুন-ভাঙচুরে অভিযুক্তরা ছিল অধরা। ঘটনার পর থেকে ধৃত ৩ জন পালিয়ে বেডা়চ্ছিল বলে দাবি পুলিশের। তবে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- শীতের মেজাজ সর্বত্র, আগামী কয়েকদিনে হুড়মুড়িয়ে নামবে পারদ? জানুন লেটেস্ট আপডেট

তৃণমূল নেতা খুন-পাল্টা হামলার পর থেকে এখনও অশান্ত জয়নগর। এলাকার পরিস্থিতি এখনও থমথমে থাকায় মোতায়েন পুলিশ। রবিবারও দোলুয়াখাকি গ্রামে ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে সিপিএমকে। মোটের উপর এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

এপ্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র বলেন, "পুলিশ অ্যাকশন নিচ্ছে। বগটুইও ঠান্ডা হয়ে গেছে, জয়নগরও ঠান্ডা হবে। ১০ দিনে ৪টি মার্ডার হয়েছে। প্রশাসন দেখছে ব্যবস্থা নিচ্ছে। পুরনো সিপিএম ও বিজেপির ক্রিমিনালরা এখন বেড়িয়ে পড়ছে।"

police South 24 Pgs West Bengal Madan Mitra Arrested
Advertisment