/indian-express-bangla/media/media_files/2025/09/11/murder-2025-09-11-20-49-02.jpg)
Crime News: অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
Murshidabad news : এক গৃহবধূর প্রেমে হাবুডুবু তিন যুবক! অবৈধ এই প্রেমের সম্পর্ক জেনে যেতেই বন্ধুকে পরিকল্পনা করে খুনের অভিযোগ! রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বালি ব্যবসায়ী যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই গৃহবধূ সহ আরও তিন যুবক। ত্রিকোণ প্রেমের সম্পর্ক জানাজানি হয়ে যেতেই তা চাপা দিতে যুবককে খুন বলে অভিযোগ ওঠে।
কায়েম শেখ নামে ওই যুবককে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত তথা মৃতের নিজের কাকাতো ভাই মাসিদুল শেখ ওরফে রাজা, বন্ধু আবদুল কায়েম ওরফে রিপন, হাসিম হালিম এবং স্থানীয় গৃহবধূ চুমকি বিবি। বৃহস্পতিবার ধৃত চারজনকেই জঙ্গিপুর আদালতে পাঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, গত রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামের মাঠ থেকে কায়েম শেখ ওরফে রকি নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- Nadia News: ভিক্ষুকের বেশে বাড়িতে এরা কারা? ঘটনা ছড়িয়ে পড়তেই হইহই কাণ্ড!
তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। খুনের পর পুকুরে মৃতদেহ ফেলে দেওয়া হয়। তারপরই পুলিশ তদন্তে নেমে মৃতেরই এক কাকাতো ভাই, দুই বন্ধু ও এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহিলার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিন যুবকেরই।
আরও পড়ুন-Purba Bardhaman News:অগ্নিগর্ভ নেপালে আটকে পড়েছিলেন বাবা-মেয়ে, রাজ্যে ফিরলেন কীভাবে জানেন?
আর সেই সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন কায়েম শেখ। বিষয়টি নিয়ে তাদেরক মধ্যে মতবিরোধ হয়। ঠিক তারপরেই কায়েম শেখকে পরিকল্পনা করে খুন করে বলেই সূত্রের খবর। পুরো ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বন্ধুর সঙ্গে ওই গৃহবধূকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us