চরম উদাসীনতা রেলের? ট্রেনের ধাক্কায় শাবক-সহ ৩টি হাতির মর্মান্তিক মৃত্যুতে প্রশ্ন

গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেললাইনের উপরে আচমকা উঠে পড়েছিল তিনটি হাতি।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
3 elephant are died in qualition by train at north bengal

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি।

মর্মান্তিক! আবারও ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যু। উত্তরবঙ্গের গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেললাইনের উপরে আচমকা উঠে পড়েছিল তিনটি হাতি। শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। একটি পূর্ণবয়ষ্ক হাতির পাশাপাশি দুটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে।

Advertisment

সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার জঙ্গলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। শিলিগুড়িগামী একটি মালগাড়ির নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে তিনটি হাতির। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। রাজাভাতখাওয়ার শিকারি গেট পেরিয়ে ট্রেনটি কালচিনির দিকে যাচ্ছিল। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তিনটি হাতি রেল লাইনে উঠে পড়ে। তখনই মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয়।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে ছুটে যান বনদফতরের ডিএফডি পশ্চিম পারভিন কাশোয়ান। এলাকায় যান বনদফতরের অন্য আধিকারিক থেকে শুরু করে রেলর কর্তারাও। দুর্ঘটনার পর সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল। বনদফতরের আধিকারিকরা মালগাড়ির চালকের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন- শাহী সভা ঘিরে বিরাট উদ্যোগ বিজেপির, যুগান্তকারী তৎপরতা শুভেন্দু-সুকান্তদের

Advertisment

উত্তরবঙ্গের জঙ্গলে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা নতুন নয়। মর্মান্তিক এই ঘটনা এড়াতে জঙ্গলের ভিতরে দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কমানো থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর কথা বারবার বলেছে রেল। তবে কি এক্ষেত্রে তেমন কোনও নিয়ম মানা হয়নি? নাকি কাজই করেনি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা? প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- এবার গোয়াকেও বিরাট টেক্কা দিঘার! পর্যটকদের ভরপুর মনোরঞ্জনে অভূতপূর্ব ব্যবস্থা!

দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার জেরেই এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিন এই দুর্ঘটনার জেরে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আলিপুরদুয়ার-রাজাভাতখাওয়া হয়ে কালচিনি পর্যন্ত যাওয়ার রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল।

north bengal West Bengal Elephant Dooars Train