Advertisment

UPSC-তে দুর্দান্ত সাফল্য বাঙলার মেয়ের! শ্রেষ্ঠত্বের শিখরে রাজ্যের আরও দুই কৃতী

UPSC: সর্বভারতীয়স্তরের অত্যন্ত কঠিন পরীক্ষায় বাজিমাত বাংলার কৃতীদের। একসঙ্গে তিনজন অভাবনীয় সাফল্যের শিখর ছুঁয়েছেন। এক কথায় বাংলার এই জেলা কার্যত এক নতুন ইতিহাস গড়েছে। একই জেলা থেকে তিনজন এবারের UPSC পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তাঁদের বিরাট এই সাফল্যের কাহিনী ছড়িয়ে পড়তেই প্রশংসার ঢল নেমেছে। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কৃতীকে অফুরান শুভেচ্ছা জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
3 including Darjeelings Jayashree Pradhan scored big in the 2023 UPSC exam

UPSC Success Story: UPSC-তে দুরন্ত সাফল্য জয়শ্রী প্রধানের।

UPSC Success Story: ফের UPSC-র মতো সর্বভারতীয়স্তরের পরীক্ষায় বিরাট সাফল্য বাংলার মেয়ের। নজিরবিহীন স্বীকৃতি মুঠোয় পুরেছেন এই বঙ্গতনয়া। দৃঢ় সংকল্প ও অদম্য জেদকে পাথেয় করেই কঠিন এই সংগ্রামে দারুণ বিজয় ঝুলিতে পুরে গোটা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছেন দার্জিলিঙের মেয়ে জয়শ্রী প্রধান।

Advertisment

প্রকাশিত হয়েছে ২০২৩-এর সর্বভারতীয় UPSC পরীক্ষার ফল। দার্জিলিংয়ের (Darjeeling) জয়শ্রী প্রধান মেধা তালিকায় ৫২ নম্বর স্থান পেয়েছেন। দেশের কঠিনতম সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মেয়ে জয়শ্রীর এই সাফল্যে গর্বিত পশ্চিমবঙ্গ পুলিশও। জয়শ্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর আগামী দিনের পথচলায় অফুরান শুভেচ্ছা জানিয়েছে রাজ্য পুলিশ। ফেসবুকে রাজ্য পুলিশের পেজে জয়শ্রীর এই সাফল্য প্রাকশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

এর আগেও এরাজ্যের একাধিক কৃতী সন্তান UPSC-র মতো কঠিন সর্বভারতীস্তরের পরীক্ষায় দারুণ সাফল্য পেয়ে বাংলার মুখ উজ্বল করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়লেন পাহাড়নগরী দার্জিলিঙের জয়শ্রী প্রধান (Jayashree Pradhan)।

দার্জিলিঙের (Darjeeling) লরেটো কনভেন্টে পড়াশোনা করেছিলেন জয়শ্রী। পরবর্তী সময়ে বেঙ্গালুরুর কর্ণাটক ল ইনিউনিভার্সিটি থেকে আইনবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা নেন তিনি। প্রশাসনিক কাজে নিজেকে যুক্ত করার প্রয়াস ছিল তাঁর। সেই কারণে UPSC-র জন্য তিলে তিলে গড়ে তুলেছিলেন নিজেকে।

আরও পড়ুন- Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে ছুটছে মেট্রো, দুরন্ত সফরের আশ্চর্য তথ্যে চমকে যাবেন!

জানা গিয়েছে, কোনও কোচিং ছাড়াই পাহাড়প্রমাণ এই সাফল্যের শিখর ছুঁয়েছেন জয়শ্রী। দিনে ৮-১০ ঘণ্টা তিনি পড়াশোনা করতেন। বেঙ্গালুরুতে পড়াশোনা করতে গিয়েই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। ফিরে আসেন দার্জিলিঙে। UPSC-এর মতো কঠিন পীরক্ষায় সাফল্য পেতে নিজেকে গড়ে তোলেন। ইষ্পাতকঠিন সেই সংকল্পই তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন- Digha: দিঘায় এই অবাক জিনিসটি নিয়ে কৌতূহলের শেষ নেই! এটির নেপথ্য-রহস্য চমকে দেবে!

শুধু জয়শ্রীই নন, টেলিগ্রাফের খবর অনুযায়ী, দার্জিলিঙের আরও দুই পরীক্ষার্থী এবার সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন। পাহাড়ি জেলায় এমন উদাহরণ এই প্রথমবার। জয়শ্রী প্রধান ৫২তম অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) অর্জন করেছেন। তিনি ছাড়াও বাগডোগরা থেকে ২৩ বছরের গৌতম ঠাকুরি ৩৯১ নম্বর র‍্যাঙ্ক (AIR) অর্জন করেছেন। এছাড়াও তরাই চা বাগান এলাকার ২৬ বছরের অজয় মোক্তান অল ইন্ডিয়া ৪৬৪ নম্বর র‍্যাঙ্ক (AIR) অর্জন করেছেন।

darjeeling upsc West Bengal Jayashree Pradhan
Advertisment