বড়দিনে রেকর্ড ভিড় ছিল মেট্রোয়। কলকাতা নর্থ-সাউথ মেট্রোয় সোমবার ২৫ ডিসেম্বর বিপুল সংখ্যায় যাত্রীদের ভিড় ছিল। গতবছরের তুলনায় এবছর বড়দিনে নর্থ-সাউথ মেট্রোয় কয়েকগুণ বেশি ভিড় ছিল। সংখ্যাটা প্রায় ১৮ হাজার। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে গতকাল বড়দিনে নর্থ-সাউথ মেট্রোয় প্রায় ৩ লক্ষ যাত্রী চেপেছিলেন।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩ লক্ষ যাত্রী নর্থ-সাউথ মেট্রোয় বিভিন্ন স্টেশন থেকে চেপেছিলেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জনিয়েছেন, নর্থ-সাউথ মেট্রোয় এবছর বড়দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২,৯৮,১১৬ জন যাত্রী চেপেছিলেন। গতবছর এই সংখ্যাটা ছিল ২,৮০,৩৬৩। অর্থাৎ এবছর বড়দিনে গতবারের তুলনায় ১৭,৭৫৩ জন যাত্রী বেশি ছিলেন।
গতকাল দম দম, এসপ্ল্যানেড, ময়দান এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় ছিল। ভিড় সামলাতে মেট্রোরেল কর্তৃপক্ষও পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করেছিল। স্টেশনগুলিতে অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছিল। আজ মঙ্গলবারেও ব্যাপক ভিড়ের আশা করা হচ্ছে। সন্ধে যত বাড়বে ভিড়ও ততই বাড়বে বলে মনে করছেন মেট্রো রেলের কর্তারা।
আরও পড়ুন- Premium: নবাবের নাছোড় প্রেমেই বাংলার এপ্রান্তে এই সবজির চাষ শুরু, ঈর্ষায় জ্বলতেন বেগমরাও!
সেই কারণেই আজও ভিড় সামাল দিতে অতিরিক্ত টোকেন এবং স্মার্ট কার্ড সরবরাহ করা হচ্ছে। মেট্রোয় উপচে পড়া ভিড় ছিল গত রবিবারেও। বড়দিনের আগের দিনেও সন্ধ্যা ৬ টা পর্যন্ত নর্থ-সাউথ মেট্রোয় ২,৬১,৭৫৯ জন যাত্রী চেপেছিলেন।
আরও পড়ুন- ধুঁয়াধার কায়দায় ATM থেকে টাকা চুরি, তক্কে তক্কে ছিল ব্যাঙ্কও, যুবক ঢুকতেই…
এদিকে আজও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়ার শেষ সময় ৯.২৮ থেকে বাড়িয়ে রাত ১০.৫৮ করা হয়েছে। কবি সুভাষ থেকে শেষ মেট্রোটি দমদমের উদ্দেশে রাত ৯.৪০-এর পরিবর্তে রাত ১১.১০-এ ছেড়ে যাবে।